পঞ্চায়েত,ওয়েব সিরিজ,নেটফ্লিক্স,জিতেন্দ্র কুমার,বলিউড,বিনোদন,Panchayat,Web series,Netflix,Jitendra Kumar,Bollywood,Entertainment

Moumita

সকলের প্রিয় ‘সচিবজি’ এবার ফিরছেন জাদুকর হয়ে, পঞ্চায়েতের পর নতুন চমক আনছেন অভিনেতা জিতেন্দ্র কুমার

পঞ্চায়েত ওয়েব সিরিজের সচিবজি অভিষেক ত্রিপাঠী কে তো মনে আছে সকলেরই। মূখ্য চরিত্র ‘সচিবজি’র প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলো দর্শকমহল। নিজের অনবদ্য অভিনয়ের সৌজন্যে মন জিতেছিলেন সবার। আবার নিজের অভিনয়ের জাদু দেখাতে জাদুকর হয়েই পর্দায় ফিরছেন তিনি। শোনা যাচ্ছে তিনি তার আসন্ন ওয়েব সিরিজে এক জাদুকরের চরিত্রে অভিনয় করতে চলেছেন। সিরিজটি সম্প্রচারিত হবে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স’এ।

   

সম্প্রতি নেটফ্লিক্স’এর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই ঘোষণা করা হয়েছে খবরটি। সেখানে সিরিজের নাম সহ লেখা হয়েছে ‘তালি দিয়ে স্বাগত জানান নিমুচের প্রিয় জাদুকরকে। আগামী ১৫ জুলাই থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে।’ জিতেন্দ্র ছাড়াও এই সিরিজে দেখা মিলবে আরুশি শর্মা, জাভেদ জাফরি, বিক্রম মালতি, গণেশ দেওকর, ধ্রুব ঠুক্রাল এবং অজিত সিংহ পালাওয়াতএর মতো তারকাদের।

মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েত এর অভিষেক ত্রিপাঠী এবার ম্যাজিক মিনু। শৈশব কেটেছে মধ্যপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে। সেখানকারই এক মেয়ের প্রেমে পড়ে সে, বিয়ে করতে চায় তাকে। কিন্তু বিয়ে করার জন্য তাকে শর্ত দেওয়া হয়েছে জিততে হবে স্থানীয় এক ফুটবল ম্যাচ। আর এদিকে মিনু মোটেও ফুটবল ভালোবাসেনা। এমতাবস্থায় সে কীভাবে বা ম্যাচই জিতবে আর কীভাবেই বা নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করবে! তা হলে কি সবকিছুই হবে জাদুবলে? এ প্রশ্নের উত্তর একমাত্র জানা যাবে ১৫ জুলাই নেটফ্লিক্স’এ।