Arijit

ব্র্যাডম্যানকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন জো রুট

দীর্ঘ বেশ কয়েক মাস ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও ইংল্যান্ড দলকে টানছে সেই রুট। ভারতীয় বোলারদের সামনে ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান টিকতে না পারলেও ব্যাট হাতে লাগাতার সেঞ্চুরি করে চলেছেন জো রুট। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে জো রুট যে ধারাবাহিকতার সঙ্গে ব্যাটিং করে চলেছেন সেটা বর্তমানে আর অন্য কোন ব্যাটসম্যানের মধ্যে নেই। সেই শ্রীলঙ্কা সফরে থেকে যে সেঞ্চুরির ধারা শুরু করেছেন রুট তা এখনো পর্যন্ত বজায় রয়েছে। ভারত বনাম ইংল্যান্ড এর তৃতীয় টেস্ট ম্যাচেও হেডিংলে দুরন্ত সেঞ্চুরি করেছেন রুট।

   

লিডসে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে রুট করে ফেললেন এক অনবদ্য রেকর্ড। এমনকি রুটের এই রেকর্ড নেই অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যানেরও।

একই বছরে দু’বার পরপর তিনটি ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রুট। জানুয়ারিতে শ্রীলংকার বিরুদ্ধে পরপর দুটি সেঞ্চুরি করার পর ফেব্রুয়ারি মাসে ভারত সফরে গিয়ে চেন্নাইতেও সেঞ্চুরি করেন রুট। এবার ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি টেস্টেই সেঞ্চুরি করলেন রুট। আর এই রেকর্ড ক্রিকেটের ইতিহাসে কোন ব্যাটসম্যানেরই নেই।