Arijit

অ্যাশেজে দুর্দান্ত ব্যাটিং করে সচিন, গাভাস্কারকে টপকে বিশেষ নজির গড়লেন জো রুট

এই মুহূর্তে অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় ঘটে ইংল্যান্ডের। তবে ইংল্যান্ডের অন্যান্য ব্যাটসম্যানরা ব্যাট হাতে ফ্লপ হলেও ব্যাট হাতে জ্বলে ওঠেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

   

এইদিন ব্যাট হাতে 62 রানের ইনিংস খেলে এক বিশেষ নজির গড়ে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এক বছরে টেস্ট ক্রিকেটে রানের নিরিখে অ্যাডিলেডে 62 রান করার সঙ্গে সঙ্গে জো রুট টপকে গেলেন শচীন টেন্ডুলকারকে।

টেস্ট ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ রানের দিয়ে এই মুহূর্তে তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন জো রুট। আগেই এক বছরে সর্বোচ্চ রানের দিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন তিনি। এবার শচীন টেন্ডুলকার, মাইকেল ক্লার্ক এর মত কিংবদন্তিদেরও ছাপিয়ে গেলেন জো রুট। শচীন টেন্ডুলকারের পাশাপাশি ভারতের আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কারকেও টপকে গেলেন তিনি।

চলতি বছরে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ইতিমধ্যেই দুটি ডাবল সেঞ্চুরি সহ মোট 6 টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি।