Joler Gaan Band Leader Rahul Anandas House Vandalized more than 3000 instruments demolished and artist was forced to leave with wife and son

আন্দোলনে শামিল হয়েও পুড়ে ছাই বাড়ি, ৩০০০ বাদ্যযন্ত্র! স্ত্রী-সন্তান সহ ঘরছাড়া রাহুল আনন্দ

নিউজশর্ট ডেস্কঃ কোটা আন্দলোনের জেরে ৫ই অগাস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতন হয়েছে সরকারের। কিন্তু তারপরেও অশান্ত বাংলাদেশ, লুটপাট থেকে শুরু করে চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ। যার জেরে ঘরছাড়া ওপর বাংলার ‘জলের গান’ ব্যান্ডের জনপ্রিয় সংগীত শিল্পী রাহুল আনন্দ।

সোমবার অশান্তির মাঝেই দুষ্কৃতীরা হামলা চালায় রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে। ঢুকেই শুরু হয় ভাঙচুর, ভেঙে ফেলা হয় সেখানে রাখা প্রায় ৩০০০ বাদ্যযন্ত্র। এই বাড়িয়ে ‘জালের গান’ এর ষ্টুডিও হিসাবে ব্যবহৃত হত। তারপর প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। যার জেরে কার্যত কিছু না নিয়েই স্ত্রী ও ১৩ বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছাড়েন রাহুল আনন্দ।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে একেরপর এক পোস্ট আসতে থাকে, কোথাও দেখা যাচ্ছে পুড়ছে রাহুল আনন্দের বাড়ি। তো কোথাও ছবি দিয়ে লেখা হয়েছে, রাহুল আনন্দদার বাড়ি হামলা হয়েছে, ছোট থেকে এপর্যন্ত বানানো ৩০০০ বাদ্যযন্ত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কঠিন।

আরও পড়ুনঃ পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা, কিভাবে চলবে বাংলাদেশ? জাতির উদ্দেশ্যে জানালেন সেনাপ্রধান

এদিন ব্যান্ডের তরফ থেকেও জানানো হয়, ‘সকলের জন্য নিরন্তর ভাবা মানুষটিকে এককাপড়ে পরিবার সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। যার প্রভাবে তাঁর সন্তানদের মনে আজীবন থেকে যাবে-ভাবতে কষ্ট হয়। এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের সংসার, সবকিছু চোখের সামনে জ্বলে শেষ হয়ে যাচ্ছে কিছু মানুষের ক্রোধ আর প্রতিহিংসার আগুনে।’

শেষে সকলের উদ্দেশ্যে প্রশ করেন, ‘বাদ্যযন্ত্র, গান বা সাজানো সংসার হয়তো দীর্ঘ সময় নিয়ে আবার গড়ে তোলা যাবে। কিন্তু এই ক্রোধ ও প্রতিহিংসার আগুন কিভাবে নেভাব? কেন আমরা ভালোবাসা দিয়ে সবটা জয় করে নিতে পারি না? যে স্বাধীনতার স্বপ্ন দেখি, সেই স্বাধীনতা রক্ষায় একসাথে এগিয়ে আসে ব্যর্থ হই, তাহলে তো অপমান, নিরাশা আর লজ্জায় নিজেদের গান গেয়ে উঠি ভাঙা হৃদয়ে,’কোন্ ছোবলে স্বপ্ন আমার হলো সাদা কালো? আমার বসত অন্ধকারে; তোরা থাকিস ভাল! সকল প্রাণ ভালো থাকুক। নতুন আগামীর স্বপ্নকে আমরাও অভিবাদন জানাই একইভাবে। কিন্তু, নিজের উল্লাসের চিৎকার এবং সজোর হাততালিতে কারো স্বপ্ন ভেঙে না দেই!’ পোস্টের শেষে রয়েছে রাহুল আনন্দের বাড়ির ষ্টুডিওতে রেকর্ডিংয়ের শেষ ভিডিও। যার কিছুই আর বর্তমানে অবশিষ্ঠ নেই।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X