Arijit

আরসিবির বিরুদ্ধে ধ্বংসাত্মক সেঞ্চুরি করে বিরাটের রেকর্ড ছুঁলেন বাটলার

গতকাল আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্যাফ ডুপ্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে 157 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর 157 রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানকে একা হাতে ম্যাচ জেতালেন জশ বাটলার। করলেন দুর্দান্ত সেঞ্চুরি।

   

এইদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে ফের সেঞ্চুরি করলেন জস বাটলার। এই নিয়ে এবারের আইপিএলে চতুর্থ সেঞ্চুরি হয়ে গেল বাটলারের। শুক্রবার 60 বলে অপরাজিত 106 রান করেন বাটলার। তাঁর ইনিংসটি সাজানো ছিল 10 টি চার এবং ছয়টি ছয় দিয়ে।

আইপিএলে এক মরসুমে চারটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। আইপিএলে বিরাটের মোট সেঞ্চুরি সংখ্যা পাঁচটি। এই দিন আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাটের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন জশ বাটলার।