Arijit

সীমিত ওভারের অধিনায়ক হয়ে এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে জশ বাটলার

কয়েকদিন আগে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইয়ন মর্গ্যান এর পরবর্তী সময়ে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে জস বাটলারের হাতে।

   

এ বারের আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জশ বাটলার। ১৭ ম্যাচে ৮৬৩ রান করা বাটলার বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নামার আগে জানালেন, তাঁর লাল বলের ক্রিকেটের প্রতি অনীহার কথা।

ইংল্যান্ডের জার্সি গায়ে ৫৭টি টেস্ট ম্যাচ খেললেও এখনো পর্যন্ত টেস্টে সেভাবে নিজের পারফরমেন্স মেলে ধরতে পারেনি জস বাটলার। আর সেই কারণেই এই মুহূর্তে ইংল্যান্ড টেস্ট দলের বাইরে রয়েছেন তিনি।
এইদিন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জশ বাটলার বলেন, “আমি ইংল্যান্ডের টেস্ট দলের যোগ্য নই বলেই বাদ পড়েছি। অ্যাশেজে খুব খারাপ খেলেছি। এই মুহূর্তে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে আমি কোনও পরিকল্পনাতে নেই। দারুণ খেলছে টেস্ট দল। এই দলের অন্য কাউকে প্রয়োজন বলে মনে হয় না।” অর্থাৎ সাদা বলের ক্রিকেটে আর না খেলার বার্তায় পরোক্ষ ভাবে দিয়ে রাখলেন বাটলার।