এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাংলা ভাগ। বেশ কয়েক জন বিজেপি নেতা বাংলা ভাগের কথা বলছেন। বিজেপি এমপি জন বার্লো বাংলা ভেঙে আলাদা উত্তরবঙ্গের দাবি করেছেন তারপরই আরেক বিজেপি এমপি সৌমিত্র খাঁ বাংলা ভেঙে জঙ্গলমহল করার দাবি তুলেছেন। তবে এইসবের উল্টো সুর শোনা গেল বিজেপি নেতা জয় বানার্জির মুখে। তিনি জানিয়েছেন, “সবকিছুর উর্ধে আমরা বাঙালি। বাংলা ভাগ কোন বাঙালি মেনে নিতে পারবে না। নরেন্দ্র মোদি অমিত-শাহও চান না বাংলা ভাগ হোক। আমার জীবন থাকতে আমি বাংলা ভাগ হতে দেব না।”