Arijit

“কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর কোন প্রশ্নই উঠছে না”, বিস্ফোরক জয় শাহ

কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা চলছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট পরিবর্তন আসবে ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটে। বিশ্বকাপের পরই বিরাট কোহলির পরিবর্তে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে। এবার এই বিষয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

আগামী মাসেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন বিরাট কোহলিই থাকছে ভারতীয় দলের অধিনায়ক। কোহলির ওপরই যে ভারতীয় দল ভরসা রাখছে সেটা পরিস্কার করে দিলেন জয় শাহ।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “মাঠে দল যদি ভালো খেলে তাহলে অধিনায়ক পরিবর্তনের কোন কথাই ওঠে না। হয়তো কোহলি কোন আইসিসি ট্রফি জিতেনি। তবে কোহলির অধিনায়কত্বে বিদেশে অনেক সিরিজ জিতেছে ভারত। তাই এখন কোহলিকে পরিবর্তন করার কোন প্রশ্নই উঠছে না।”