বিনোদন,বলিউড,বরুণ ধাওয়ান,কিয়ারা আদভানি,যুগ যুগ জিও,বক্স অফিস কালেকশন,Entertainment,Bollywood,Varun Dhawan,Kiara Advani,Jug Jug Jio,Box Office Collection

‘যুগ যুগ জিও’ বরুণ-কিয়ারা জুটি, ১০ দিনেই ১০০ কোটির উপরে ব্যবসা করেছে এই ছবি

বক্স অফিসে ধামাল মাতিয়েছে বরুণ-কিয়ারার যুগ যুগ জিও(Jug Jug Jio)। বক্স অফিসের রিপোর্ট কার্ড অনুযায়ী, দারুন হিট করেছে এই ছবি। জানা গিয়েছে, এই ছবি ইতিমধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার হয়েছে। গত ২৪ শে জুন এই ছবি মুক্তি পেয়েছিল। রবিবার ইনস্টাগ্রামে ছবির সাফল্যের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন প্রযোজক করণ জোহর, বরুণ ধাওয়ান ও কিযারা আদভানি।

এদিন ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বরুন লেখেন, ‘বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির কালেকশন ছাড়িয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানানোর শেষ নেই।’ এর পাশাপাশি ট্রেড এনালিস্ট তরুণ আদর্শ জানিয়েছেন যে বিভিন্ন শহরগুলোতে দারুন ব্যবসা করছে ‘যুগ যুগ জিও’। গত শনিবারও প্রায় ৫৭ শতাংশ টিকিট বিক্রি বেড়েছে। রবিবার আরো বেশি ভালো ব্যবসা করবে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য ও নর্থ আমেরিকায় ভালো পারফরম্যান্স করেছে এই ছবি। আর তাই বিশ্বব্যাপী ১০০ কোটির কালেকশন ছাড়িয়ে গেছে। কিছুদিন আগে ‘ভুলভুলাইয়া টু’ ছবি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। এরপরেই যুগ যুগ জিও ছবিও বলিউডের দর্শকদের মন জয় করতে পেরেছে। এই ছবিতে বরুন কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীতু কাপুর, অনিল কাপুর, মনীশ পাল সহ অন্যান্য অভিনেতারা।

তবে সম্প্রতি ‘জয়েশভাই জোরদার’, ‘ধাকড়’, ‘ সম্রাট পৃথ্বীরাজ’-এর মতো বিগ বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছে বলিউডে। কিন্তু অন্যদিকে দক্ষিণী ছবিগুলি বলিউডে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছে।

Avatar

Papiya Paul

X