Junior NTR Janhavi Kapoor movie Devara Part 1 Trailer Out Now

পুজোয় বক্স অফিস কাঁপাতে আসছে ‘Devara’, প্রকাশ্যে এল Junior NTR এর দুর্ধর্ষ ট্রেলার

নিউজশর্ট ডেস্কঃ দক্ষিণী ছবি মানেই যে বক্স অফিসে ধামাকা হবে সেটা আবারও প্রমাণ করতে হাজির জুনিয়ার এনটিআর (Junior NTR)জাহ্নবী কাপুরের (Janhavi Kapoor) ‘দেবারা’ (Devara Part 1)। গতকালই বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার রিলিজ হয়েছে। তাতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র। ২৪ ঘন্টা পেরোনোর আগেই হিন্দি ট্রেলারে ভিউ প্রায় ৪২ লক্ষ। একইসাথে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং।

দেবারা পার্ট ১ (Devara: Part 1)

ট্রেলার থেকেই বোঝা যাচ্ছে গল্পের মূল চরিত্রে জুনিয়ার এনটিআর ও জাহ্নবী কাপুরের পাশাপাশি সাইফ আলী খান, মুরলি শর্মা, অভিমন্যু, প্রকাশ রাজ থেকে রাময়া কৃষ্ণানের মত তারকাদের দেখা যাবে। ভিডিও দেখতে গল্পের সম্পর্কে যেমনটা জানা যাচ্ছে ছবিতে ডাবল রোল করতে দেখা যাবে নায়ককে। একদিকে ভয়ের দেবতা দেবারা হিসাবে ও তারপর তারই পুত্র ভীতু বর্ধা হিসাবে। অন্যদিকে ভইরা চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। যে কি না নিজের বন্ধুকেই পিছন থেকে ছুরি মারবে ক্ষমতার লোভে।

কবে রিলিজ করবে দেবারা (Devara Part 1 Release Date)

ট্রেলার রিলিজের পাশাপাশই রিলিজের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ব্লকবাস্টার হতে চলা এই ছবিটি সেপ্টেম্বরের ২৬ তারিখ প্যান ইন্ডিয়া রিলিজ করবে। একই দিনে তেলেগু, তামিল, হিন্দি, কন্নড ও মালায়ালম এই ৫ টি ভাষায় রিলিজ করবে ছবিটি। এমনকি ভারতের বাইরে মার্কিন মুলুকেও রিলিজ করা হবে ‘দেবারা পার্ট ১’।

রিলিজের আগেই রেকর্ড করল Devara Part : 1

একটা ছবি ব্লকবাস্টার হবে কি না আগে থেকেই কিছুটা আঁচ পাওয়া যায় তার প্রি বুকিং থেকে। আর জানলে অবাক হবেন ভারতে তো বটেই বিদেশের মাটিতেও রেকর্ড ভাঙতে শুরু করেছে দেবারা। আমেরিকায় ১ মিলিয়ন ডলারের টিকিট বুকিং হয়ে গিয়েছে। মোট ৩০,০০০ এরও বেশি টিকিট বুকিং হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ শুভদিনেই দীপিকার কোলে এল প্রথম সন্তান, ছেলে না মেয়ে? সুখবর দিলেন বাবা রণবীর

Devara Part 1 এর বাজেট ও তারকাদের পারিশ্রমিক

যেমনটা জানা যাচ্ছে মোট ৩০০ কোটির বাজেটে তৈরী হয়েছে ছবিটি। যার মধ্যে ৬০ কোটি টাকা নিয়েছেন নায়ক জুনিয়ার এনটিআর। এছাড়া নায়িকা জাহ্নবী কাপুর এই ছবি দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। অভিনেত্রী ছবির জন্য ৫ কোটি টাকা নিচ্ছেন। সাইফ আলী খান নিচ্ছেন ১০ কোটি টাকা ও প্রকাশ রাজ নিচ্ছেন ১.৫ কোটি টাকা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X