Arijit

সেঞ্চুরি করে ৩২ বছর আগের রেকর্ড ভাঙলেন রাহুল, সঙ্গে গড়লেন একাধিক বিশ্বরেকর্ড

দীর্ঘ কয়েক মাস ধরেই ভারতীয় দলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না কে এল রাহুল। ওপেনার হিসেবে একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও দলের বাইরেই থাকতে হয়েছিল রাহুলকে। তবে শুভমান গিল চোট পেয়ে যাওয়ায় ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে সুযোগ পেয়ে যান রাহুল। আর সুযোগ পেয়েই ব্যাট হাতে জ্বলে উঠলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করে সকলের নজর কাড়লেন রাহুল। এই সেঞ্চুরি নিয়ে কেরিয়ারের ছ’নম্বর সেঞ্চুরি করে ফেললেন রাহুল। সেই সঙ্গে গড়লেন একাধিক বিশ্ব রেকর্ড।

   

দ্বিতীয় ভারত ওপেনার হিসেবে এশিয়ার বাইরে কোন টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন রাহুল। এর আগে এই রেকর্ড ছিল সিধুর নামে। 1989 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন সিধু।

এশিয়ার বাইরে কোন দেশে ওপেনার হিসেবে সেঞ্চুরি করার তালিকায় তিন নম্বরে জায়গা করে নিলেন রাহুল। 15 টি সেঞ্চুরি করে তালিকার শীর্ষে রয়েছেন সুনীল গাভাস্কার, দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দ্র শেওয়াগ তার দখলে 4 টি সেঞ্চুরি। তবে এবার শেওয়াগকে ছুঁয়ে ফেললেন রাহুল।

রবি শাস্ত্রী ও ভিনু মানকড়ের পর তৃতীয় ভারত ওপেনার হিসেবে লর্ডসের মাটিতে সেন্টুরি করে বিশেষ নজির গড়লেন কে এল রাহুল।