Arijit

লর্ডস টেস্টে দুরন্ত অর্ধশতরান করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ ওপরে উঠল রাহুল, দেখুন রাহুলের স্থান

বেশ কয়েক মাস ধরে ভারতীয় টেস্ট দলে থাকলেও প্রথম একাদশে কিছুতেই সুযোগ হচ্ছিল না ভারতের তারকা ওপেনার কে এল রাহুলের। চলতি ইংল্যান্ড সফরেও রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হত রাহুলকে। তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে হঠাৎই গুরুতর চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান ভারত ওপেনার শুভমান গিল। এছাড়াও প্রথম টেস্টের আগে অনুশীলন করার সময় মাথায় গুরুতর চোট পান ভারতের আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। স্বাভাবিকভাবেই ভারতীয় দলের দরজা খুলে যায় কে এল রাহুল এর জন্য। আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন রাহুল। সকলকে চমকে দিলেন ব্যাট হাতে।

   

সুযোগের সদ্ব্যবহার কি করে করতে হয় সেটা ভালো করেই জানেন রাহুল। আর সেটাই করে দেখালেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্টেই ব্যাট হাতে ঝুড়ি ঝুড়ি রান করলেন রাহুল। নাটিংহাম টেস্টে রাহুল দুই ইনিংসে 86 ও 28 রান করেন রাহুল। লর্ডস টেস্টে দুই ইনিংসে রাহুল করেন 127 এবং 5 রান।

দুটি টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স এবং ঐতিহাসিক লর্ডস টেস্টে দুরন্ত অর্ধ শতরানের ফলে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় লাফ দিলেন রাহুল। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে 19 ধাপ এগিয়ে এসেছেন রাহুল। বর্তমানে তালিকায় রাহুলের স্থান 37 তম।