Arijit

ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে বড় বয়ান দিলেন রাহুল, কপালে চিন্তার ঘাম বিসিসিআইয়ের

টি-টোয়েন্টি, ওয়ানডের পর হঠাৎ করেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের কোন অধিনায়ক নেই। স্বাভাবিকভাবেই কে হবেন ভারতীয় টেস্ট দলের নয়া অধিনায়ক? এই নিয়েই জল্পনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। ইতিমধ্যেই তিনটি নাম ভেসে আসছে। তারা হলেন রোহিত শর্মা, কে এল রাহুল এবং রবীচন্দ্রন অশ্বিন।

   

জোহানেসবার্গে পিঠে ব্যথার কারণে সেই ম্যাচ থেকে ছিটকে যাক ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় দলের দায়িত্ব সেই ম্যাচে সামলেছিলেন কে এল রাহুল। যদিও ম্যাচের ফলাফল ভারতের পক্ষে আসেনি। তবে রাহুলের অধিনায়কত্বের দক্ষতার প্রমাণ পাওয়া গেছে অর্থাৎ অধিনায়ক হিসেবে রাহুল যে ভালো তা বুঝতে পেরেছে বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক কে এল রাহুল। সিরিজ শুরু হওয়ার আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাহুলকে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়েছেন, ” দেশকে নেতৃত্ব দেওয়া বরাবরই ভাগ্যের ব্যাপার। যদি ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমাকে বেছে নেওয়া হয় তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব এবং আমি সেই দায়িত্ব নিতে রাজি। তবে এই মুহূর্তে আমি সেসব নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ সামনেই ওয়ানডে সিরিজ, আমার যাবতীয় ফোকাস এখন সেই দিকেই।”