Arijit

চোট খুবই গুরুতর! চিকিৎসা করাতে জার্মানি পাঠানো হচ্ছে কেএল রাহুলকে

এই মুহূর্তে ভারতের ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার কে এল রাহুল। টি-টোয়েন্টি ক্রিকেট হোক কিংবা ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেট। সব ফরম্যাটেই ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল। ভারতীয় দলের সহ- অধিনায়কও তিনি।

   

রোহিত শর্মার অনুপস্থিতিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছিল কে এল রাহুলের কাঁধে কিন্তু চোটের জন্য তিনি দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে যান। জানা গিয়েছে রাহুলের চোট এতটাই গুরুত্বর যে ইংল্যান্ড সফরেও তিনি ভারতীয় দলের সঙ্গে যেতে পারবেন না। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিনটি সিরিজ থেকেই ছিটকে গেলেন রাহুল।

চোট পেয়ে এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসা চলছে রাহুলের। তবে তার সত্বেও রাহুলের চোট সারছে না। আর তাই রাহুলের চোট নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই এবার রাহুলকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘‘রাহুলের চোট সে ভাবে সারছে না। এটা একদমই ভাল লক্ষণ নয়। তাই আরও ভাল চিকিৎসার জন্য ওকে জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’