Papiya Paul

বাংলা,হিন্দির পর ভোজপুরি ভার্শনে ‘কাঁচা বাদাম’, নতুন রিমেক গানে মজেছে নেটজনতা

এখন রাতারাতি জনপ্রিয় হয়ে যাওয়া হাতের মুঠোর মধ্যেই বন্দি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউ সেনসেশন হয়ে উঠতে পারছে। এমনটাই হয়েছে বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের জীবনেও। তার ‘কাঁচা বাদাম’ গান এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই গান বদলে দিয়েছে তার জীবন। ফেসবুক ইউটিউব, ইনস্টাগ্রাম সর্বত্রই এখন কাঁচা বাদামের মার্কেট। ইতিমধ্যেই বাংলা, হিন্দি সব ভাষাতেই রিমেক ভিডিও তৈরী হয়ে গিয়েছে। এবার ভোজপুরি ভাষাতে রিমেক করা হল এই গানের।

   

‘কাঁচা বাদাম লেলা’ নামে এই গান এখন ভীষণ হিট। একজন বাদাম বিক্রেতা তার বিক্রি বাড়ানোর জন্য এরকম অভিনব গান বেঁধেছিলেন। কিন্তু সেই গান কেউ ভিডিও করে ছড়িয়ে দেয়। এরপরেই জনপ্রিয়তা পেতে শুরু করেন ভুবন বাবু। যদিও তিনি অভিযোগ করেন যে সকলে তার সাথে গান গেয়ে ভিডিও বানিয়ে নিজেরা পয়সা কামাচ্ছেন। তার থেকে কেউ বাদাম কিনছে না। তবে পুরভোটের প্রচারে তার এই গান ব্যবহার করেছিলেন খোদ মদন মিত্র।

এছাড়া জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহাও তার সাথে ভিডিও করেছিলেন। সম্প্রতি নতুন যে রিমেকটি তৈরী হয়েছে, সেটি হল ভোজপুরি ভাষায়। ভোজপুরি অভিনেতা রাকেশ মিশ্রা এই গানে আছেন। তার সাথে আছেন রবি পণ্ডিত ও শিল্পী রাগওয়ানি। এই জনপ্রিয় গানকে ভোজপুরি ভাষাতে লিখেছেন, রাজনীশ চৌধুরী আর সুর দিয়েছেন ছোটু রাওয়াত। এই গানও প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই তা ৫০ লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।

দেখুন এই গানের ভিডিও-