সদ্যই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার কমল হাসান অভিনীত বিক্রম। এবং সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বক্স অফিসে রীতিমত আগুন ধরিয়েছে ছবিটি। গত চার দিনেই শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহে 100 কোটির গন্ডি পেরিয়ে আগে দৌড় লাগিয়েছে বিক্রম। ছবি মুক্তির চারদিনের মধ্যে বিশ্বজুড়ে 150 কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা। ভারতীয় প্রেক্ষাগৃহের কথা বললে ছবিটি সোমবারেই প্রায় 19 কোটি টাকার সংগ্রহ করেছে এবং গত চারদিনের মোট কালেকশন প্রায় 120 কোটি।
প্রথম চারদিনের বক্স অফিস কালেকশন নিম্নরূপ:-
শুক্রবার – 34.25 কোটি টাকা
শনিবার – 31.75 কোটি টাকা
রবিবার – 35 কোটি টাকা
সোমবার – 19.25 কোটি টাকা
মোট আয় – 120.25 কোটি টাকা
কেরলে করোনার পর ‘বিক্রম’ প্রথম তামিল ছবি, যা বক্স অফিসে নজরকাড়া সাফল্য হাসিল করেছে। ট্রেড বিশ্লেষক তরণ আদর্শের কথায়, ভারতের অন্যান্য রাজ্যে এবং আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ভাল ব্যবসা করেছে। এক ঝলক দেখে নিই বাকি রাজ্য গুলিতে ছবিটির সংগ্রহ।
তামিলনাড়ু – 72.50 কোটি টাকা
অন্ধ্র প্রদেশ – 13.25 কোটি টাকা
কর্ণাটক – 11.75 কোটি টাকা
কেরালা – 18 কোটি টাকা
বাকি ভারত – 4.75 কোটি টাকা
মোট আয় – 120.25 কোটি টাকা
বিশেষজ্ঞদের অনুমান খুব শীঘ্রই শুধুমাত্র ভারতের বাজারেই 200 কোটির মাইলস্টোন পার করে যাবে কমল হাসানের বিক্রম। আর যদি বিশ্বব্যাপি কালেকশনের কথা বলা হয় তাহলে, ধারণা করা হচ্ছে ছবিটি মুক্তির পাঁচ দিনের মধ্যেই ছুঁয়ে ফেলবে 200 কোটির ম্যাজিক ফিগার। উল্লেখ্য, এই ছবিতে ক্যামিও করেছেন দক্ষিণী সুপারস্টার সুরিয়া।
দক্ষিণ ভারতে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলেও উত্তর ভারতে কি অতটাই সাফল্য আনতে পারবে? প্রশ্ন তুলছে একই দিনে রিলিজ হওয়া ছবি মেজর। প্রসঙ্গত কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া-২’ এখনও পর্যন্ত রমরমিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। এছাড়াও ঐদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিক্রম সহ আরও দুটি ছবি, যার একটি অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’ এবং অপরটি আদিবী সেশ অভিনীত ‘মেজর’। পৃথ্বীরাজ বক্স অফিসে সেরকম সাফল্য অর্জন করতে না পারলেও, সমানে টক্কর দিচ্ছে আদিবী শেষ অভিনীত ‘মেজর’।