Arijit

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে মাথা খারাপ করা ইংরেজি, ব্যাপক ট্রোল প্রাপ্তন পাক ক্রিকেটার

ফের ট্রোল হলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল। আজ পাকিস্তানের স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের দিনে দেশের মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলভাল ইংরেজি লিখে ফেললেন তিনি। যা নিয়ে ট্রলের ঝড় বয়ে যায় নেট মাধ্যমে। কামরান আকমলকে নিয়ে ব্যাপক ট্রোল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। ইংরেজিতে স্বাধীনতা দিবস লিখতে গিয়ে টুইটারে কামরান আকমল লিখে ফেলেন, “হ্যাপি ইন্ডিপেন্স ডে।” এর পরেই ব্যাপক ট্রোল হয় তাকে নিয়ে।

   

কামরান আকমলের এমন গন্ডগোল করে ফেলায় বেজায় খুশি হয়েছেন নেট নাগরিক। এক নেটনাগরিক লিখেছেন, ” আপনাকে শ্রদ্ধা জানাই। আপনিই একমাত্র ব্যক্তি যিনি ব্রিটিশদের ভাষা দিয়েই তাদের বিরুদ্ধে বদলা নিচ্ছেন।”

এই ঘটনায় আবার অনেকেই টেনে এনেছেন কামরান আকমলের ভাই উমর আকমলকে। একবার উমর আকমল লিখেছিলেন, “মাদার্স ফ্রম অ্যানাদার ব্রাদার্স।” সেই প্রসঙ্গ টেনে এক নেটনাগরিক লিখেছেন, “উমর আকমলের থেকেই এমন শিক্ষা পেয়েছে কামরান। বাড়িতে অভিধান রাখা উচিৎ।”