লাল টুকটুক পোশাকে ম্যাচিং কাঞ্চন-শ্রীময়ী, চতুর্থীর সন্ধ্যায় একসাথে সেলিব্রেশনে মেতেছে তারকা জুটি

নিউজশর্ট ডেস্কঃ পুজোর ঢাকে কাঠি পড়েছে। মায়ের আগমন ঘটছে মন্ডপে মন্ডপে। শেষ মুহূর্তের শপিং থেকে অল্প অল্প প্যান্ডেল হপিং চলছে সবকিছুই। আর এই পুজোর মরশুম মানেই প্রেমের মরশুম। আর এবারের পূজোয় নতুন আকর্ষণ জুটি কাঞ্চন(Kanchan)-শ্রীময়ী(Sreemoyee)। এদিনও একসাথে দেখা গেল তাদের এক মণ্ডপে।

আসলে দুর্গাপূজা উপলক্ষে বহু সেলিব্রিটি ব্যস্ত নানান প্যান্ডেল উদ্বোধনে। প্রায়শই তাদের সেই সব ছবির দেখা মেলে সোশ্যাল মিডিয়ায়। আর তেমনই এদিন এক পুজোর উদ্বোধনে এক সাথে দেখা গেল কাঞ্চন ও তার চর্চিত প্রেমিকা শ্রীময়ীকে। এদিন শ্রীময়ীর তরফ থেকে পোস্ট করা হয়েছিল কিছু ছবি। আর সেখানেই দেখা মেলে এই যুগলকে। সেখান ক্যাপশনে তিনি লেখেন ” গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে উনার পুজোয় উপস্থিত ছিলাম আমরা, শুভ চতুর্থী।” অর্থাৎ সেচ মন্ত্রীর পুজোয় উপস্থিত ছিলেন তারা।

এই ছবিতে দেখা মিলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হালদারেরও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। দুজনেই পড়েছেন লাল রঙের পোশাক। প্ল্যানিং করেই যে তারা এই পোশাক পরেছেন তা তাদের দেখেই বোঝা যাচ্ছে। শ্রীময়ী নিজে পড়েছিলেন লাল সালোয়ার ও কাঞ্চনের জন্য বেঁচেছিলেন লাল রঙের পাঞ্জাবি। এমনিতেই তাদের নিয়ে চর্চার শেষ নেই, এর আগেও একাধিকবার একসাথে দেখা গিয়েছিল এই জুটিকে।

এমনকি বিধায়ক অভিনেতা কাঞ্চনের বাড়ির পুজোতেও দেখা গেছে শ্রীময়ীকে। তবে এত সবকিছুর পরেও নিজেদের সম্পর্ক নিয়ে বড়ই ব্যক্তিগত তারা। সবার সামনে নিজেদেরকে ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই কাছাকাছি আসতে শুরু করেন কাঞ্চন ও শ্রীময়ী। ঠিক এই একই সময় থেকে নিজের স্ত্রীর সাথেও অশান্তিতে জড়ান কাঞ্চন। একে অপরের নামে অভিযোগও দায়ের করেন থানায়। সেই সময় থেকেই বারবার তৃতীয় ব্যক্তি হিসেবে নাম উঠে আসে এই শ্রীময়ীর। শোনা যায়, তার জন্যই ঘর ভেঙেছে কাঞ্চনের।

যদিও বা এখন স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ মামলা চলছে কাঞ্চনের। কদিন আগে তার অভিযোগ ছিল নিজের একমাত্র ছেলের সঙ্গেও তাকে দেখা করতে দেন না স্ত্রী। তবে বউ ছেড়ে যাবার পর থেকে প্রকাশ্যেই শ্রীময়ীকে নিয়ে ঘুরে বেড়ান কাঞ্চন। রাজনৈতিক মঞ্চ থেকে সিরিয়ালের গল্প সব জায়গায় দেখা মেলে তাদের। এবারে আগামী দিনে এই সম্পর্কের পরিনতি কি হয় তার উত্তর দেবে সময়ই।

Avatar

Papiya Paul

X