Kanchan Mallick and Sreemayee Chattaraj became Parents on Dipawali

জল্পনাই সত্যি! দীপাবলির উৎসবে মা হলেন শ্রীময়ী, খুশিতে আত্মহারা বাবা কাঞ্চন মল্লিক

পার্থ মান্নাঃ গতকালই জল্পনা শুরু হয়েছিল মা হতে চলেছেন শ্রীময়ী চট্টরাজ। যদিও সেই জল্পনাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। তবে রাত পোহাতেই জানা গেল সত্যি সত্যিই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। অর্থাৎ বিয়ের ৮ মাস পেরোতেই সন্তান এল কাঞ্চন-শ্রীময়ীর ঘরে। মেয়ে হল নাকি ছেলে? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মা হলেন শ্রীময়ী চট্টরাজ

বাংলা জুড়ে সবেমাত্র শেষ হয়েছে দীপাবলি, এখনও রেশ কাটেনি উৎসবের। তার উপর আজ ভাইফোঁটা। এরই মাঝে খবর এল মা হলেই কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজ। জানা যাচ্ছে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অর্থাৎ দীপাবলির মরসুমে লক্ষী এল কাঞ্চন-শ্রীময়ীর ঘরে। কাঞ্চন ও শ্রীময়ী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সুখবর শেয়ার করেছেন।

Kanchan Mallick opens up on Father to be Speculations

মেয়ের কি নাম রাখলেন কাঞ্চন-শ্রীময়ী?

মেয়ে হওয়ার খবর পাওয়া মাত্রই শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই দম্পতিকে প্রথম সন্তানের জন্য অনেক শুভকামনা জানিয়েছেন। তবে সকলেই যেটা জানতে চাইছেন সেটা হল কি নাম রাখা হল ছোট্ট রাজকন্যার? উত্তরে জানা যাচ্ছে মেয়ের নাম রাখা হয়েছে ‘কৃষভি’।

 

View this post on Instagram

 

A post shared by KanchanMullick (@kanchanthinksreaal)

সংস্কৃত ভাষা থেকেই এই নামের উৎপত্তি হয়েছে বলে জানা যাচ্ছে। কৃষ্ণভি হল ভগবান শ্রী কৃষ্ণেরই নাম। যার অর্থ হল কৃষ্ণের গায়ের রং (কৃষ্ণ বর্ণ), একইসাথে দয়ালু, পবিত্র ও শুভ। আসলে শ্রীময়ী যে কৃষ্ণভক্ত সেটা আগে থেকেই সকলের জানা। এদিকে কাঞ্চনও কৃষ্ণের ভক্ত, তাই দুজনে মিলেই এই নাম রেখেছেন।

মেয়ে হওয়ায় যা বললেন কাঞ্চন

বাবা হওয়ার পর কাঞ্চন মল্লিকের অনুভূতি কেমন সেটা জানার জন্য হিন্দুস্থান টাইমসের তরফ থেকে ফোন করা হয়েছিল অভিনেতাকে। তখন তিনি জানান, আমি অতীতে শ্রীময়ীর পাশেই ছিলাম। আই অ্যাম সো হ্যাপি। মা লক্ষী এসেছে ঘরে… আমার বাড়িতে কালীপুজো হয়। আজ অন্নকূট, ও সাক্ষাৎ মা লক্ষী। সবাই ওর জন্য প্রার্থনা করুন, ও যেন ভালো থাকে’।

মা হয়ে খুশি শ্রীময়ী চট্টরাজ

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথেও যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার অনলাইনের তরফ থেকে। তিনি জানান, মেয়ে ভালো আছে আছে, আমিও ভালো আছি। ধকল গিয়েছে একটু, ক্লান্তি রয়েছে। একইসাথে মেয়ের নাম যে কৃষ্ণভি রেখেছেন সেটাও জানান অভিনেত্রী।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X