Kanchan Mallick,Colors Bangla,Bengali Serial,TV Serial,Tollywood Actor,কাঞ্চন মল্লিক,বাংলা সিরিয়াল,টিভি সিরিয়াল,কালার্স বাংলা

দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক, কোন মেগায় দেখা যাবে কাঞ্চন মল্লিককে?

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার অভিনেতা তথা তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। একসময় প্রতিটা বাংলা ছবিতে দেখা মিলত অভিনেতার। রোগ চেহারা সাথে বিশেষ অঙ্গভঙ্গি আর মজাদার সমস্ত ডায়লগের জেরে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মূলত কমেডি গোছের অভিনেতা হিসাবে দেখা গেলেও বেশ কিছু ছবিতে অন্য ধারার চরিত্রেও বেশ প্রশংসিত হয়েছেন কাঞ্চন মল্লিক।

অবশ্য শুধুই সিনেমা নয়, ছোটপর্দাতেও একাধিক মেগাটে দেখা যেত অভিনেতাকে। এই যেমন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এ কিছুদিন দেখা মিলেছিল। এর আগে ২০২১ সালে কালার্স বাংলায় ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ সিরিয়ালেও কাজ করেছিলেন তিনি। কিন্তু এরপর ধারাবাহিকে খুব একটা দেখা যায়নি। তবে এবার জানা যাচ্ছে, ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেতা।

kanchan, কাঞ্চন

কালার্স বাংলায় শুরু হয়েছে টেলি সিরিজ। যেখানে ভিন্ন কাহিনী তুলে ধরা হচ্ছে, তবে প্রতিটি সিরিজের মেয়াদ ১০০ দিনের। সেখানেই থাকছেন কাঞ্চন মল্লিক। অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত নতুন এই সিরিজের শুটিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার স্টুডিওতে চলছে শুটিং। এবার অনেকের মনেই প্রশ্ন আবারও কি কমেডি গোছের চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে?

এই প্রশ্নের উত্তর যদিও সঠিকভাবে মেলেনি, জানা যায়নি নতুন সিরিজের নামও। তবে জানা যাচ্ছে, বয়স্ক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। কাঞ্চন ছাড়াও ‘মেয়েবেলা’র ডোডো দা অভিনেতা অর্পণ ঘোষালকেও দেখা যাবে এই সিরিজে। এখন অপেক্ষা নতুন সিরিজের প্রোমো ভিডিও রিলিজ ও সম্প্রচার শুরুর। তাহলেই বোঝা যাবে আবারও দর্শকদের মন জিততে পারলেন কি না!

আরও পড়ুনঃ স্বাধীনতা ‘দিবেস’! ভুল ধরিয়ে ‘অশিক্ষত’ বলে কটাক্ষ, পাল্টা ঋদ্ধির মাকে টেনে জবাব দিলেন মধুমিতা

প্রসঙ্গত, এবছর সোশ্যাল মিডিয়া থেকে খবরের পাতায় ব্যাপক চর্চায় থেকেছেন কাঞ্চন মল্লিক। দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টরাজের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা। বিয়ে থেকে হানিমুন সমস্ত ছবিই নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছিল। তাছাড়া কিছুদিন আগেই পারিবারিক অনুষ্ঠানে একসাথে উপস্থিত ছিলেন কাঞ্চন-শ্রীময়ী সেই ছবিও বেশ ভাইরাল হয়ে পড়েছিল।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X