‘বিতর্কের অপর নাম কঙ্গনা রানাউত’ বললে খুব বেশি ভুল করা হবেনা। বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের সৌজন্যে খবরের শিরোনামে নিজের জায়গা করে নেন বলি কুইন কঙ্গনা। বিনোদন থেকে রাজনীতি দেশের প্রতিটি বিষয়েই নিজের মতামত ব্যক্ত করে এসেছেন তিনি। আর তার মন্তব্যের জেরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। তবে এবার আর বিনোদন বা রাজনীতি নয়, মুখ খুললেন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে।
একটি সাক্ষাৎকারে এই বলি অভিনেত্রী জানিয়েছিলেন, আগামী পাঁচ বছরে নিজেকে একজন সফল স্ত্রী এবং মা রূপে দেখতে চান তিনি। সেই সাক্ষাৎকারে কঙ্গনা জানান, “আমি অবশ্যই বিয়ে করতে চাই এবং সন্তানের মা হতে চাই। আমি পাঁচ বছর পর নিজেকে একজন মা এবং স্ত্রী হিসাবে দেখি। সঙ্গে অবশ্যই এমন একজন ব্যক্তি হিসাবে দেখি যে নব-ভারতের ভাবনাকে বাস্তবায়িত করবার জন্য যোগদান দিচ্ছে।” সম্প্রতি নিজের সেই পরিকল্পনা নিয়েই মুখ খুললেন তিনি। সাক্ষাৎকারে কঙ্গনার কাছে প্রশ্ন ছিল সংসার করা ও মা হওয়ার পরিকল্পনা নিয়ে কি কাজ শুরু করে দিয়েছেন? এমন প্রশ্নে মুচকি হেসে অভিনেত্রীর ছোট্ট জবাব ছিল, ‘হ্যাঁ’।
কঙ্গনার এরকম প্রতুত্তরে বলি পাড়ায় গুঞ্জন উঠেছে যে, হয়তো কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা। এমতাবস্থায় তাকে তার জীবনসঙ্গীর ব্যাপারে প্রশ্ন করা হলে আলতো গলায় তিনি জানান, ‘যথাসময়ে আমি নিজেই সেই নাম প্রকাশ করবো। সকলেই তা শীঘ্রই জানতে পারবেন।’
প্রসঙ্গত,কঙ্গনার ব্যক্তিগত জীবনও একটা লম্বা সময় চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তবে কঙ্গনা রানাউতের সবচেয়ে গভীর সম্পর্ক ছিল হৃতিক রোশনের সঙ্গে। কিন্তু হৃতিক রোশন এবং কঙ্গনার মধ্যে নানান বাধার কারণে এই সম্পর্ক পরিনতি পায়নি এবং ভেঙে যায়, এর পরেও কঙ্গনা একাধিকবার হৃতিককে নিশানা করলেও বর্তমানে অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন যে, পুরোনো ক্ষত সারিয়ে নতুন করে ঘর বাঁধতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, কঙ্গনার নতুন ছবি সদ্যই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কঙ্গনার অভিনয়ের প্রশংসা করেছেন অনেকে। এছাড়া ছবিতে কঙ্গনা এবং অর্জুন রামপালের জুটিকে খুব পছন্দ করেছে মানুষ।