Arijit

‘বাজে কথা, রাজনীতি ছেড়ে খেলায় মন দাও’, সৌরভ, বিরাটকে একযোগে আক্রমন কপিলের

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট উত্তাল বিরাট বিতর্কে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিরাট কোহলির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। এইদিন সাংবাদিক সম্মেলন করে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে বিস্ফোরক বিরাট কোহলি। অপরদিকে সৌরভ গাঙ্গুলীও জনসমক্ষে বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত প্রকাশ করছেন।

   

ভারতীয় ক্রিকেটের এমন বিতর্কিত পরিণতি মোটেও ভালো লাগছে না ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। সেজন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে একযোগে আক্রমণ করলেন কপিল দেব। এই সমস্ত বাজে বিতর্ক দূরে সরিয়ে ভারতীয় দলকে দক্ষিণ আফ্রিকা সফরে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

এক সাক্ষাতকারে বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ” সামনেই দক্ষিণ আফ্রিকা সফর, এখন একে অপরের দিকে আঙুল তোলা ঠিক নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজেই মন দেওয়া উচিৎ। সৌরভ অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কিন্তু বিরাট ভারত অধিনায়ক এটাও কম বিষয় নয়। তাই এখন এই সমস্ত বাজে কথা, রাজনীতি দূরে সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরেই মন দেওয়া উচিত।”