বলিউড,বিনোদন,গসিপ,কপিল শর্মা,কৌতুকাভিনেতা,নতুন ছবি,সুনীল গ্রোভার,Bollywood,Entertainment,Gossip,Kapil Sharma,Comedian,New Movie,Sunil Grover,Suicide,আত্মহত্যা

Moumita

‘কেউ আপন নয়, কাকে বলব!’ আত্মহত্যার পথ বেছেছিলেন কমেডিয়ান কপিল

আজকের দিনে দাঁড়িয়ে কমেডিয়ান (Comedian) হিসেবে সাফল্য পেয়েছেন বটে, তবে একটা সময় কেরিয়ার নিয়ে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কপিলকে (Kapil Sharma)। এমনকি আত্মহত্যার (Suicide) চিন্তাও করেছিলেন তিনি। সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন এই কৌতুকাভিনেতা।

   

শুনতে অদ্ভুত লাগলেও আজকের এই সদাহাস্য কপিলই নাকি আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কপিল জানান, ‘আমারও একসময় মনে হয়েছিল পাশে কেউ নেই। আমিও ‌সেসময় মানসিক সমস্যার মধ্যে কাটিয়েছি, মনে হত কেউই তো নিজের নয়। সেসময় আমার মাথাতেও আত্মহত্যার কথা এসেছিল’।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘কিস কিসকো প্যায়ার করু’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন কপিল শর্মা। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপরেই শুরু হয় বন্ধু তথা সহশিল্পী সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলা। সবে মিলিয়ে একটা সময় ভালোই মানসিক অবসাদের ভুগেছেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,কপিল শর্মা,কৌতুকাভিনেতা,নতুন ছবি,সুনীল গ্রোভার,Bollywood,Entertainment,Gossip,Kapil Sharma,Comedian,New Movie,Sunil Grover,Suicide,আত্মহত্যা

কপিলের কথায়, ‘পাবলিক ফিগার হিসাবে মানুষকে বিনোদন দেওয়াই কাজ। মানুষকে হাসাবেন, তবে যখন বাড়ি ফিরবেন, তখন একেবারে একা। আপনি স্বাভাবিক জীবন-যাপনও করতে পারবেন না। না পারবেন সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে, আবার থাকে দু’কামরার ফ্ল্যাটে, তাই বাড়িতে ফেরার পর পুরোটাই অন্ধকার।’

শিল্পীর আরো সংযোজন, ‘সেটা যে কী খারাপ অভিজ্ঞতা বলে বোঝানোর উপায় নেই। সেসময় আমারও একবার আত্মহত্যার কথা মাথায় এসেছিল। মনে হত পাশে কেউ নেই। নিজের অনুভূতি কাউকে বলার মতোও মানুষ নেই। তবে সেময়ই প্রথম মানসির অবসাদ এসেছিল, তেমনটাও নয়, এই অবসাদ ছোটবেলাতেও আমায় গ্রাস করেছিল। হতে পারে কেউ খেয়াল করেননি।’

বলিউড,বিনোদন,গসিপ,কপিল শর্মা,কৌতুকাভিনেতা,নতুন ছবি,সুনীল গ্রোভার,Bollywood,Entertainment,Gossip,Kapil Sharma,Comedian,New Movie,Sunil Grover,Suicide,আত্মহত্যা

কপিল বলেন,‘ পরবর্তী সময় টাকা রোজগার করতেই বাড়ির বাইরে আসা, এদিকে বিয়েও হয়নি। তাই বাড়িতে ফিরে পুরো একা। কাজের জায়গায় আশেপাশের লোকজনের ঠিক কী উদ্দেশ্য তা আপনি বুঝতেও পারবেন না। একজন শিল্পী যদি সংবেদনশীল হয়, তাহলে তাকে বোকা ভাবা হয়।’