Papiya Paul

শিমুলের সাথে শতদ্রুকে দেখে চুলের মুঠি ধরে মারলো পরাগ! ফাঁস ধুন্ধুমার পর্ব

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) অন্যতম চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা।'(Kar Kache Koi Moner Kotha) যত দিন যাচ্ছে ততই সমাজের বাস্তবতাকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে এই ধারাবাহিক। সব ধারাবাহিকের থেকে একদম উল্টো পথে এগোচ্ছে এই সিরিয়াল। বারে বারে শ্বশুরবাড়িতে অত্যাচারের সম্মুখীন হচ্ছে শিমুল। এইবার সেই অত্যাচারের পরিমাণ মাত্রা ছাড়া হতে চলেছে।

   

এই ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তারা জানেন পলাশ এবং প্রতীক্ষা প্ল্যান করে শিমুলকে ফাঁসানোর চেষ্টা করেছে। বন্ধুদের দিয়ে শতদ্রুকে শিমুলের শ্বশুরবাড়িতে নেমন্তন্ন করার কথা বলে প্রতীক্ষার বান্ধবী অনুলেখা। আর সকলের জোরাজুরিতে শিমুলকে নেমন্তন্ন করতে তার শ্বশুরবাড়িতে পৌঁছে যায় শতদ্রু। সেইসময় তার বাড়িতে পরাগ বা অন্য কেউ ছিল না।

শিমুল তাকে আপ্যায়ন করে বাড়িতে বসতে দেয়। মিষ্টি দিয়ে কথাবার্তা শুরু করে। তার স্বামী বাড়িতে এলে বিয়ের কার্ডটা তার হাতে দিয়েই চলে যাবে শতদ্রু, এমনটাই শিমুলকে বলে সে। এরপরের ঘটনা একেবারেই ভয়ংকর। যা দেখলে রাগে ফেটে পড়বেন দর্শকেরা। সমাজের কিছু মানুষের মনোবৃত্তি এতো নিচে নামতে পারে তা এই সিরিয়াল না দেখলে বোঝা যেত না।

আগামী পর্বে দেখা যাবে শতদ্রুকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিতে যাচ্ছে শিমুল। সে সময়টাকে ক্যামেরাবন্দি করে নিয়েছে পলাশ এবং প্রতীক্ষা। সেই ছবি দিয়ে তারা শিমুলের চরিত্র নিয়ে নোংরা কথা বলে তাকে বাড়ি থেকে বার করবে। এরপরেই বাড়িতে চলে আসে পরাগ। শুরু হয়ে যায় আর এক নতুন নাটক।

পরাগ এইসব দেখে শিমুলের চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিমুল ব্যথায় চিৎকার করতে থাকে। সব দেখে শতদ্রু পরাগকে শিমুলের থেকে সরিয়ে নেওয়ার অনেক চেষ্টা করে। আদৌ সে শিমুলকে বাঁচাতে পারবে তো? নাকি এই ঘটনার জন্য আবার বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে শিমুলকে? সব প্রশ্নের উত্তর জানার জন্য দর্শকদের আগামী পর্বের এপিসোড গুলো একদম মিস করলে চলবে না।