নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। তার বিপরীতে পরাগ (Porag) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়কে। পর্দায় গার্হস্থ্য হিংসা এবং দাম্পত্য কলহের মতো বিষয়টিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছেন এই সিরিয়ালের কলা-কুশলীরা।
সদ্য এই সিরিয়ালে পাড়ার দুর্গাপুজোয় পাড়া প্রতিবেশীদের সাথে ব্যাপক হই হুল্লোড় করেছিল শিমুল, মধুবালা পুতুল বিপাশা, সুচরিতারা। সেখানে দেখা গিয়েছে দুর্গাপুজোর বিসর্জনের দিনে শিমুলের ভবলিলা সাঙ্গ করাতে তার সিদ্ধিতে বিষ মিশিয়ে দিয়েছিল পরাগ আর পলাশ।
এরপর হাসপাতালে শিমুল ভর্তি হওয়ার পর যখন চিকিৎসক জানায় শিমুলের পেটে বিষ পাওয়া গিয়েছে। তখন আগ বাড়িয়ে ভালো সাজতে গিয়ে নিজের কথার জালে ফেঁসে যায় পরাগ আর পলাশ। তখন তাদের ভাব বুঝতে পেরে বিপাশা-সুচরিতারা আর এক মুহূর্ত দেরি না করে পুলিশের কাছে অভিযোগ জানাতে থানায় চলে যায়।
সেইসাথে এদিন থানায় গিয়ে তাদের পরাগ আর পলাশের সমস্ত কু -কীর্তির কথা থানায় ফাঁস করে দিয়ে আসে শিমুলের বান্ধবীরা। এদিন থানায় বিপাশা শিমুলের সাথে রাতের পর রাত ঘটে চলা বৈবাহিক ধর্ষণ নিয়েও মুখ খোলে। তাছাড়া পলাশের কথা শুনে বেশ সন্দেহ হয় পুলিশেরও। তাই পরাগ-পলাশের বিরুদ্ধে বিপাশা সুচরিতারা পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ হাসপাতালে আসে শিমুলকে জিজ্ঞাসাবাদ করতে।
কিন্তু এবার পাল্টি খেয়ে যায় শিমুল। তাই প্রত্যেকবার সে পরাগের বিরুদ্ধে অভিযোগ জানালেও এবার নিজের বয়ান পাল্টে ফেলে শিমুল। তাই পুলিশ যখন জিজ্ঞেস করবে পরিবারে তার কোনো শত্রু আছে কিনা? তখন শিমুল জানাবে তার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তখন বিপাশা-সুচরিতারা শিমুলকে মনে করিয়ে দেবে ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে’।
অন্যদিকে আগামী পর্বে দেখা যাবে সকলের সামনে ভালো সাজার নাটক করতেই পরাগ শিমুলকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে আসবে। তখন বিপাশা বলবে যদি স্বামীর দায়িত্ব পালন করতেই হয় তাহলে এই হাসপাতালে শিমুল থাকার যে খরচ হয়েছে সেই টাকাটা যেন পরাগ দেয়। আর তখনই বেরিয়ে আসবে পরাগের আসল রূপ। তাই তখন পরাগ বলবে এই টাকা দেওয়ার দায়িত্ব নাকি বিপাশাদের। কারণ তাদের সাথে মেলামেশা করার জন্যই নাকি শিমুলের আজ এই অবস্থা হয়েছে।