নিউজশর্ট ডেস্কঃ বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলা(Zee Bangla)। এখানে সম্প্রচারিত হওয়া সবথেকে চর্চিত ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner Kotha)। বর্তমানে সমাজের বাস্তবতাকে পুরো নিখুঁতভাবে নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন নির্মাতা। তাই এই সিরিয়াল নিয়ে আলোচনা একটু বেশিই চলে।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন শিমুলের শ্বাশুড়ি তীর্থে যাওয়ার পর পুতুলকে ভীষণ আগলে আগলে রাখছে শিমুল। এমনকি তার শাশুড়ি মা না থাকলেও পুরোপুরি ভাবে পুতুলের যত্ন নিচ্ছে। একদম মায়ের মতন করে পুতুলকে খাইয়ে দিচ্ছে, গল্প করছে শিমুল। সে এটা জানে না তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হতে চলেছে।
ঐদিকে শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রু তার বোনের বিয়ে উপলক্ষে নিজের বন্ধুদের নেমন্তন্ন করতে যায়। বন্ধুদের মধ্যে প্রতীক্ষার বন্ধুও ছিল, একসময় শতদ্রুকে সে ক্রাশ মনে করতো। শিমুলকে একদম সহ্য করতে পারত না। তারা জোর করে শতদ্রুকে শিমুলের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করতে যেতে বাধ্য করে। অনেক জোরাজুরিতে রাজি হয়ে যায় শতদ্রু।
আবার শিমুল এবং তার প্রাক্তন প্রেমিকের বিষয়ে সমস্ত কিছু আগে থেকেই জেনে রাখে প্রতীক্ষা। পলাশের সঙ্গে মিলে কিভাবে শিমুলকে শতদূর সঙ্গে হাতেনাতে ধরা যায় সেই চেষ্টাই করতে থাকে। শিমুল তার শাশুড়ি মায়ের মনের মত হয়ে উঠছে দেখে একদমই সহ্য করতে পারছে না প্রতীক্ষা। তাই নিজের অফিস কামাই করে শিমুলের জন্য নতুন ফন্দি করে। প্রতীক্ষা পলাশকে বলে, ‘দাদা যাই করুক না কেন তুমি কিন্তু নিজের বুদ্ধি খাটাতে যাবে না, সব সময় আমার কথা শুনবে, আমি যা বলব তাই করবে।’
প্রতীক্ষার কথায় রাজি হয়ে যায় পলাশ। এরপর শিমুলের বাড়ি যখন শতদ্রু গিয়ে হাজির হবে। তার কিছুক্ষণ পরেই পলাশ, পরাগ ও প্রতীক্ষা একসঙ্গে বাড়িতে চলে আসবে। শিমুলকে নানা রকম ভাবে অপমান শুরু করবে পলাশ। শতদ্রুকে মিষ্টি খাওয়াতে দেখে শিমুলের উপর তেলেগুনে জ্বলে উঠবে পরাগ। আজকের পর্বে আবার ধুন্ধুমার কান্ড ঘটতে চলেছে শিমুলের শ্বশুরবাড়িতে।