Entertainment,Bollywood,Karina Kapoor,Saif Ali Khan,Pathan,Twitar,Shah Rukh Khan,বিনোদন,বলিউড,কারিনা কাপুর,পাঠান

Additiya

‘বয়কট করলে বিনোদন জোগাবো কি করে’? ‘পাঠান’ বিতর্কে সরব করিনা কাপুর খান

করোনা পরিস্থিতির পর মুখ থুবড়ে পড়েছিল বলিউড (Bollywood)। বক্স অফিস বাজার গরম করেছে দক্ষিণী ছবি (South Movie)। এবার পুরনো জায়গায় ফেরার পালা বলিউডের। নতুন বছর পড়তেই ময়দানে কোমর বেঁধে নেমেছেন অভিনেতা-অভিনেত্রীরা। নতুন বছর পড়তেই মুক্তির পালা একাধিক ছবির। বছরের প্রথমেই জানুয়ারি মাসের ২৫ তারিখ অর্থাৎ আগামীকাল বক্স অফিসে ঝড় তুলতে আসছে শাহরুখের ‘পাঠান’।

   

বিতর্ক যতই থাকুক বলিউডের একাধিক অভিনেতা- অভিনেত্রীদের পাশে পেয়েছে ‘পাঠান’। শাহরুখ-দীপিকার অনুরাগীরাও পাশে দাঁড়িয়েছে এই ছবির। তবে এই ছবির টিজার প্রক্যাশ্যে আসতেই আবারও সোশ্যাল মিডিয়ায় দেখা দেয় পুরনো সেই ট্রেন্ড। মাথাচাড়া দিয়ে ওঠে ‘হ্যাশট্যাগ বয়কট’। ‘লাল সিং চাড্ডা’, ‘রাখি বন্ধন’, ‘ব্রহ্মাস্ত্র’ প্রতিটি সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া উঠেছিল হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ড। ‘পাঠান’-এর ক্ষেত্রেও তার অন্যথা হল না।

এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। রবিবার অর্থাৎ ২২ তারিখ কলকাতায় উপস্থিত হন বলিউড বেবো করিনা কাপুর খান। জানা যাচ্ছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের একটি অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রীর প্রশ্ন, ‘সবকিছুতেই যদি বয়কট ট্রেন্ড করা হয় তাহলে সাধারণ মানুষকে বিনোদন যোগাবো কিভাবে? মানুষের জীবনে যে আনন্দ বা হাসির উপাদান প্রয়োজন সেটি বিনোদন থেকে আসে বলেই আমি মনে করি। আর যদি সেই সিনেমাই বয়কট করা হয় তাহলে মানুষের জীবনে বিনোদন আসবে কোথা থেকে’?

Entertainment,Bollywood,Karina Kapoor,Saif Ali Khan,Pathan,Twitar,Shah Rukh Khan,বিনোদন,বলিউড,কারিনা কাপুর,পাঠান

উল্লেখ্য বিগত বছরের ২ নভেম্বর ৫৭ তম বর্ষে পদার্পণ করেন অভিনেতা শাহরুখ খান। তাঁর জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান’-এর টিজার প্রকাশ্যে আনেন অভিনেতা। টিজার দেখে মুগ্ধ হয়ে ওঠেন অভিনেতার ভক্তরা। কমেন্ট বক্সে দেখা যায় কমেন্টের বন্যা। দীর্ঘ চার বছর বিরতির পর শাহরুখ খানের কামব্যাক মুভি ‘পাঠান’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশই চড়তে থাকে। আর এরই মাঝে সক্রিয় হয়ে ওঠে বয়কট বলিউড ট্রেন্ড। বলিউড এই ছবি বয়কট করার দাবি তোলা হয় টুইটারে। অধিকাংশের দাবি, যতদিন না পর্যন্ত সুশান্ত সিং রাজপুত সঠিক বিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত বয়কট বলিউড ট্রেন্ড চলবেই।