Kareena Kapoor

Moumita

আসছে ‘3 ইডিয়টস’র সিক্যুয়েল! বাদ পড়লেন বলিউডের ‘বেবো’, রেগে যা করলেন করিনা

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কাল্ট ক্লাসিক মুভি হল ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। আমির-মাধবন-শরমন অভিনীত এই ছবিটি এখনও সিনেপ্রেমীদের মনের কোণে জায়গা ধরে রেখেছে। ছবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর গল্পের সঙ্গে সহজেই একাত্ম হতে পেরেছিলেন দর্শকরাও। ছবি মুক্তির পর থেকেই সিক্যুয়েলের (Sequel) দাবী করেছিল ভক্তরাও।

   

যদিও এতদিন পর্যন্ত পরিচালকের তরফ থেকে সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এবার বোধহয় কিছু একটা ঘটতে চলেছে। অন্তত বেবোর অর্থাৎ করিনা কাপুরের (Kareena Kapoor Khan) ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট থেকে সেরকমই একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল জল্পনা।

করিনা কথায়, “এই তিনজনের কোনও প্ল্যান নেই তো? কিছু একটা তো রয়েছেই, যা লোকানো হচ্ছে আমাদের থেকে। আমি জানি এটা ছবির প্রোমোশন নয়। আমার মনে হচ্ছে কোনও সিকুয়াল এর প্ল্যানিং চলছে। তাও আমায় ছাড়া! কীভাবে সম্ভব এটা? আমার মনে হয় বমন নিজেও জানে না”। এই বলেই বমন ইরানিকে ফোন লাগান তিনি।

https://www.instagram.com/reel/CoL4sK5JEXp/?utm_source=ig_web_copy_link 

আসলে কিছুদিন আগেই আমির-মাধবন ও শরমন একসঙ্গে একটি ভিডিওতে ধরা দিয়েছিলেন! তিনজনের ভাইরাল ভিডিও সমাজমাধ্যমে রীতিমত ঝড় তুলেছিল। তিনজনের পরনেই লাল পোশাক। তবে এরমধ্যে বাদ পড়েছিলেন করিনা কাপুর। আর এটাই মেনে নিতে পারছেন না নায়িকা।

https://www.instagram.com/reel/CqKHNusIgzp/?utm_source=ig_web_copy_link 

দিন কয়েকের জন্য ছুটি কাটাতে বাইরে গিয়েছিলেন, আর তারমধ্যে এতসব হয়ে গেল? বিষয়টি নজরে আসতেই রেগে লাল হয়ে গিয়েছেন নায়িকা। আর তারপরেই সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এখন প্রশ্ন হল, সত্যিই কি ‘থ্রী ইডিয়টস’র সিক্যুয়েল আসছে? আপাতত এই প্রশ্নেই ছয়লাপ গোটা নেট মাধ্যম‌। যদিও, পরিচালকের তরফে কোনও খবর এখনও মেলেনি।