টলিউড,বিনোদন,ধ্রুব বন্দ্যোপাধ্যায়,আবির চট্টোপাধ্যায়,Dhruba Banerjee,কর্ণসুবর্ণের গুপ্তধন,Karnasubarner Gupadhan,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,গসিপ

Moumita

মুক্তির আগেই রেকর্ড টিকিট বিক্রি, ফিরছে বাংলা ইন্ডাস্ট্রির হাল! ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ নিয়ে আশায় বুক বাঁধছেন পরিচালক

আর মাত্র একটা দিন, তারপরই মুক্তি পাবে একগুচ্ছ ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন বুকিং। আগামী ৩০ শে অক্টোবর টলিউড ও বলিউড মিলিয়ে মুক্তি পাচ্ছে একাধিক ছবি। যার মধ্যে একটা ছবি হলো ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee) পরিচালিত কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Gupadhan)। সত্যি বলতে ছবিটি নিয়ে উত্তেজনার শেষ নেই ভক্তমহলে।

   

বছর দুয়েক বাদে ফের বড়পর্দায় সোনাদার প্রত্যাবর্তন। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ফ্রেমে এবার রহস্য-রোমাঞ্চ আরও বেশি। প্রসঙ্গত বলে রাখি, ছবিটি আসলে সোনাদা ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্ব। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর তারপর থেকেই উত্তেজনার পারদ চড়েছে অনুরাগীদের মধ্যে।

এমতাবস্থায় প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF) দাবি, ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে ২৫ হাজারেও বেশি টিকিট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই হিসেব আরও বাড়বে বই কমবে না বলেই আশা করছে বিশেষজ্ঞরা। আর পুজোর আগেই ছবির এমন রেকর্ড হারে টিকিট বিক্রিতে বেজায় আপ্লুত পরিচালক থেকে নির্মাতা সকলেই।

টলিউড,বিনোদন,ধ্রুব বন্দ্যোপাধ্যায়,আবির চট্টোপাধ্যায়,Dhruba Banerjee,কর্ণসুবর্ণের গুপ্তধন,Karnasubarner Gupadhan,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,গসিপ

এর আগে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে পরিচালক ধ্রুব জানিয়েছিলেন যে, ছবিটি নিছক একটি গুপ্তধন উদ্ধার বা রহস্যভেদের গল্প নয়। এই গল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরতে চান বাংলার বিভিন্ন সংস্কৃতি ও বিভিন্ন জায়গাকে। পরিচালকের কথায়, সোনাদার বিভিন্ন অভিযানকে বাংলায় সীমাবদ্ধ রাখার ইচ্ছা রয়েছে তার।

তবে সবচেয়ে আনন্দের খবর হলো, শুধু যে বাংলার মানুষই টিকিট‌ কাটছে তা কিন্তু নয়। দেশজুড়ে হুলিয়ে টিকিট বুক করছে মানুষ। বাংলা ছাড়াও আগামীকাল এই ছবি মুক্তি পাবে তেজপুর (Tezpur), গুয়াহাটি (Guwahati), বেঙ্গালুরু (Bangalore), দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), পুণে (Pune), ভুবনেশ্বর (Bhubaneshwar), রাঁচি (Ranchi)-তে। এছাড়াও আগামীকাল কানাডায় (Canada)-তে মুক্তি পাবে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। নেদারল্যান্ডস, ইউএসএতেও মুক্তি পাবে এই ছবি।

টলিউড,বিনোদন,ধ্রুব বন্দ্যোপাধ্যায়,আবির চট্টোপাধ্যায়,Dhruba Banerjee,কর্ণসুবর্ণের গুপ্তধন,Karnasubarner Gupadhan,Tollywood,Entertainment,Gossip,Abir Chatterjee,গসিপ

এইদিন পরিচালক ধ্রুব জানালেন, “এটা শুধু আমার কাছে নয়, গোটা বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছে অসাধারণ খুশির খবর তো বটেই, পাশাপাশি গর্বেরও বিষয়। যেখানে ‘পন্নিয়িন সেলভান’, ‘বিক্রম বেধা’র মতো বিগ বাজেট ছবি রিলিজ করেছে, সেখানে দর্শকরা নিজের রায় দিয়েছেন যে, তাঁরা সবকিছুর আগে বাংলা সিনেমা দেখতে চান। এর থেকে বড় পুজোর উপহার আর হয় না।”