Entertainment,Kartik Aaryan,Bollywood,Karan Johar,বিনোদন,বলিউড,কার্তিক আরিয়ান,করণ জোহার

Additiya

দেড় লক্ষ টাকা পারিশ্রমিকে শুরু করেন অভিনয় জার্নি, এখন কার্তিক আরিয়ানের চার্জ শুনলে ভিড়মি খাবেন আপনিও

বলিউড (Bollywood) জগতের এক অন্যতম অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan )। বলিউড জগতে কম চর্চা হয় না এই অভিনেতাকে নিয়ে। একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ২০১১ সালে বলিউড জগতে পা রাখেন কার্তিক আরিয়ান। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবিতে প্রথম অভিনয় করেন এই অভিনেতা। প্রথম ছবিতেই অভিনয় করে দর্শকদের মন জিতে নেন তিনি। তারপর আর ফিরে তাকাতে হয়নি পেছনের দিকে। একের পর এক ছবিতে দেখা গেছে অভিনেতাকে।

২০২১ সালে পরিচালক করণ জোহারের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন এই অভিনেতা। ছবির শুটিং শুরু হয়ে যাওয়া সত্ত্বেও আচমকা ছবি থেকে সরে দাঁড়ান অভিনেতা। সে সময় বলিউডে তাঁকে নিয়ে উঠেছিল নানান গুঞ্জন। অনেকেই দাবি করেছিলেন পারিশ্রমিকের অংক নিয়ে বনিবনা না হওয়াতেই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। তবে এই বিষয় নিয়ে সে ভাবে মুখ খুলতে চাননি অভিনেতা কার্তিক আরিয়ান।

সুত্র মারফত জানা যাচ্ছিল, ‘দোস্তানা ২’-এর পাশাপাশি সে সময় ‘ভুলভুলাইয়া ২’-এর শুটিং চলছিল তাঁর। এমনকি রাম  মাধবনির ‘ধামাকা’ ছবির শুটিং চলছিল তাঁর। অভিনেতা চেয়েছিলেন সেই ছবির শুটিং আগে শেষ করতে আর তাতেই বাঁধে বিপত্তি। অভিনেতার সাথে আর কাজই  করতে চায়নি করণ জোহারের ধর্মা প্রোডাকশন।

২০২২ সাল ভালো কেটেছে এই অভিনেতার। একদিকে বক্স অফিসে ব্যপক সাড়া ফেলে অভিনেতার ;ভুলভুলাইয়া ২’ ছবি। অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে ব্যপক সারা ফেলেছিল ‘ধামাকা’ ছবি। এবার ‘আপকি আদালতে’ হাজির হয়ে ছবি বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি বলেন,’ধামাকা ছবিতে মাত্র ১০ দিন অভিনয় করে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি’।

Entertainment,Kartik Aaryan,Bollywood,Karan Johar,বিনোদন,বলিউড,কার্তিক আরিয়ান,করণ জোহার

‘দোস্তানা ২’ নিয়ে অভিনেতা বলেন,’বড়দের সাথে কোন বিষয় নিয়ে টক্কর হলে ছোটদের প্রকাশ্যে মুখ খুলতে নেই’। অভিনেতা আরও জানিয়ে দেন। টাকার জন্য কখনই কোন কাজ ছেড়ে দেননি অভিনেতা। তিনি লোভি কিন্তু টাকার না, চিত্রনাট্যের।