Arijit

চার বলে চার উইকেট নিয়ে মালিঙ্গা-ব্রেট লি-র রেকর্ড ভেঙে দিলেন অখ্যাত আইরিশ বোলার ক্যাম্পার

সোমবার টিটোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড। আর এই ম্যাচে দুরন্ত বোলিং করে বিশ্বরেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের তারকা জোরে বোলার কার্টিস ক্যাম্পার। যা টিটোয়েন্টি বিশ্বকাপে আগে কখনও ঘটেনি।

   

নেদারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে পরপর চার বলে চারটি উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আইরিশ জোরে বোলার কার্টিস ক্যাম্পার। এর আগে এই রেকর্ডটি ছিল শুধুমাত্র লাসিথ মালিঙ্গা এবং রাশিদ খানের। এবার রেকর্ডটি গড়লেন আইরিশ জোরে বোলার কার্টিস ক্যাম্পার।

এছাড়াও পরপর চার বলে চার উইকেট নিয়ে অজি কিংবদন্তি ব্রেট লি-কেও ছুঁয়ে ফেললেন কার্টিস ক্যাম্পার। ব্রেট লির পর দ্বিতীয় বোলার হিসেবে টিটোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন কার্টিস ক্যাম্পার। 2007 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি, এবার নেদারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ব্রেট লি কে ছুঁয়ে ফেললেন কার্টিস ক্যাম্পার।