Papiya Paul

আজ থেকে চালু হয়ে গেল কাশ্মীরের বৈষ্ণো দেবী যাত্রা

করোনা আবহে এবছর থমকে গিয়েছিল তীর্থ যাত্রীদের বৈষ্ণোদেবী যাত্রা। তবে দীর্ঘ অপেক্ষার পর সমস্ত সুরক্ষা বিধি মেনে আজ থেকে চালু হয়েছে বৈষ্ণোদেবী যাত্রা। সপ্তাহে সর্বোচ্চ 2 হাজার জন তীর্থযাত্রী যেতে পারবেন। 10 বছরের নিচে কোনও যাত্রী যেতে পারবেনা। সবাইকে মাস্ক, স্যানিটাইজার ব্যাবহার করা বাধ্যতামূলক করতে হবে। রাতে কোনও যাত্রা হবে না মাথা ভবনে থাকা হবে না। এছাড়াও আরও একাধিক নিয়ম চালু হয়েছে তীর্থযাত্রীদের জন্য।