কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যেতে ৬ টি স্পেশাল ট্রেন চালু ভারতীয় রেলের, কখন ছাড়বে? রইল বিস্তারিত

আগামীকাল কৌশিকী অমাবস্যা(Kaushiki Amavasya)। এদিন বহু মানুষ তারাপীঠে(Tarapith) যান। বিশেষ দিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারলে অনেক পুর্ন হয়। এই আশাতে বহু মানুষের সমাগম ঘটে তারাপীঠ। এই সময় তারাপীঠ গামী ট্রেনের টিকিটের হাহাকার পড়ে যায়। এমনকি ট্রেনগুলোতে প্রচুর ভিড়ও থাকে। আর তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যার জন্য তিন দিন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল(Indian Railways)। এই ট্রেনগুলো হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত চলবে।

কবে কবে স্পেশাল ট্রেন চলবে? পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার কৌশিকি অমাবস্যার দিন স্পেশাল ট্রেন চলবে। এর সাথে আগামী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার এবং ১৬ সেপ্টেম্বর শনিবার স্পেশাল ট্রেন চালানো হবে। এই তিন দিন ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেনগুলো রামপুরহাট পর্যন্ত যাবে।

ট্রেনের সময়সূচি –পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে,  ওই তিনদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। আবার রামপুরহাটে পৌঁছাবে সকাল ৯ টা ৫০ মিনিটে। ফেরার সময় সকাল ১১ টা ৬ মিনিটে রামপুরহাট থেকে ট্রেন ছাড়বে। হাওড়ায় পৌঁছাবে দুপুর ৩ টে ৫ মিনিটে।

আপনি রামপুরহাটে নেমে অটো করে মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবেন। যদিও এইসময় হোটেলে ঘর পাওয়াটাও অনেক চাপের হয়। কারণ এই দিন এত ভক্তের সমাগম থাকে। প্রচুর মানুষ তারাপীঠের মন্দিরে পুজো দিতে যান। তাই হোটেলগুলোতেও ভিড় থাকে প্রচুর। তবে আগে থেকে হোটেল বুকিং করতে পারলে সুবিধা হবে আপনার।

 

Avatar

Papiya Paul

X