Arijit

৪ কোটি টাকা নিয়ে ঝামেলা শুরু উইলিয়ামসন ও রাশিদ খানের, ফের বিতর্কে হায়দ্রাবাদ

গত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজিকে নিয়েই সবথেকে বেশি বিতর্ক হয়েছিল। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার কে নিয়ে বিতর্কে জড়িয়েছিল হায়দ্রাবাদ। তবে এই আইপিএলে ফের বিতর্ক দানা বাধতে শুরু করেছে হায়দ্রাবাদকে নিয়ে। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই বিদেশি ক্রিকেটার কেন উইলিয়ামসন এবং রাশিদ খান।

   

কেন উইলিয়ামসন এবং রাশিদ খানের মধ্যে সমস্যা তাদের পারিশ্রমিক নিয়ে। এই দুই তারকা বিদেশি ক্রিকেটারের মধ্যে পারিশ্রমিকের মূল্য 4 কোটি টাকার পার্থক্য হয়ে যাচ্ছে। যা নিয়ে সমস্যা তৈরি হয়েছে হায়দ্রাবাদ শিবিরে।

হাতে আর বেশি সময় নেই, আগামী 30 শে নভেম্বরের মধ্যেই প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে তাদের রিটেন প্লেয়ারের নাম জানিয়ে দিতে হবে বিসিসিআইকে। হায়দ্রাবাদ শিবির কোন ক্রিকেটারকে তাদের এক নম্বর খেলোয়াড়ের তালিকায় রাখবেন এই নিয়েই উইলিয়ামসন এবং রাশিদ খানের মধ্যে চলছে জোর বিতর্ক। হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট দলের অধিনায়ক উইলিয়ামসনকেই তাদের এক নম্বর ক্রিকেটার হিসেবে রাখতে চাইছেন। তিনি সরাসরি হায়দ্রাবাদ কর্তাদের প্রশ্ন করেছেন কেন উইলিয়ামসনকে এক নম্বরে রাখা হবে? কেন তিনি প্রথম পছন্দ নয়?

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী যে ক্রিকেটারকে তাদের ফ্রাঞ্চাইজি প্রথম পছন্দ হিসেবে রাখবেন তার পারিশ্রমিক হবে 16 কোটি টাকা এবং দ্বিতীয় পছন্দের ক্রিকেটারদের পারিশ্রমিক হবে 12 কোটি টাকা। অর্থাৎ রাশিদ খান যদি দ্বিতীয় পছন্দের ক্রিকেটার হিসেবে হায়দ্রাবাদ দলে থেকে যায় তাহলে উইলিয়ামসনের থেকে চার কোটি টাকা কম হবে তার পারিশ্রমিক। যা মেনে নিতে চাইছেন না রাশিদ। তবে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে হায়দ্রাবাদ ছেড়ে ফের নিলামে চলে যাবেন রাশিদ খান।