Papiya Paul

মাত্র ৩০০ টাকা নিয়ে বেঙ্গালুরু এসেছিলেন, নিজের প্রতিভার জেরে আজ ৩০০ কোটি বাজেটের ছবির হিরো KGF খ্যাত যশ

বলিউড ছাড়াও এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। একসময় বলিউডকে পৃথিবীর বৃহত্তম ইন্ড্রাস্ট্রি বলা হত। কিন্তু এখন সেরকম ইন্ডাস্ট্রির তৈরি করতে চলেছে দক্ষিণী ফিল্ম। দক্ষিণী ফিল্ম দুনিয়ার অভিনেতাদের অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধানুষ, প্রভাস, সামান্থা, যশ থেকে শুরু করে রামচরণ সকলেই দাপিয়ে কাজ করে করছেন। আজকে ইন্ডাস্ট্রির বর্তমান সুপারস্টার যশের জীবন নিয়ে আপনাদেরকে জানাবো।

   

কেজিএফ (KGF) এর প্রথম পর্ব মুক্তি পাবার পরই বিপুল জনপ্রিয় হয় এই সিনেমা। আর তার সাথে কেজিএফ-এ রকি ওরফে যশের অভিনয় ভালো লেগেছিল অগুনতি দর্শকের। আর এই’কেজিএফ চ্যাপটার টু’ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছেন দর্শকেরা। আরেকবার ডন চরিত্রে তার অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন কোটি কোটি ভক্ত। যশের সিনেমা পাড়ি দেওয়ার সফর কিন্তু এত সহজ ছিল না। যশের বাবা কর্নাটকের রাজ্য পরিবহণ এর একজন সাধারন বাস চালক ছিলেন।

যশ এর আসল নাম নবীন কুমার গৌরা। এই নামে তাকে কেউ চেনে না। খুব অভাব অনটনের মধ্য দিয়েই দিনযাপন করতে হয়েছে অভিনেতাকে। অভিনয়ের প্রতি এতটাই টান ছিল যে দ্বাদশ শ্রেণী পাশ করার পরে স্কুল ছেড়ে থিয়েটারের যোগ দিয়েছিলেন তিনি। তার এই সিনেমায় যোগ দেওয়াকে মোটেই পছন্দ করেননি পরিবারের সদস্যরা। তার সিনেমার প্রতি এত আবেগ ও ভালোবাসা ছিল যে সবকিছু ছেড়ে মাত্র ৩০০ টাকা নিয়ে বেঙ্গালুরুতে চলে এসেছিলেন তিনি।

অভিনেতা হওয়ার আগে কখনো লাইটম্যান কখনো বা সেটে অন্যান্য কাজ করেছেন। এমনকি সিনেমার আগেও টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। কঠিন সফরের পর এখন তিনি সফল হয়েছেন। চলতি বছরের এপ্রিল মাসে সম্ভবত মুক্তি পাওয়ার কথা ‘কেজিএফ চ্যাপটার টু’। প্রযোজক জানিয়েছেন, যশের জন্মদিনের দিন ওই সিনেমা রিলিজ করা হবে। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর ট্রেলার ও বাজিমাত করে দিয়েছে। জানা গিয়েছে দক্ষিণী ভাষা সহ আরো সাতটি ভাষায় ভারত এবং বিদেশে এই ছবিটি মুক্তি পাবে। ফের আরেকবার নতুনভাবে যশকে দেখার জন্য অপেক্ষায় তার অসংখ্য অনুরাগীরা।