নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। টিভির পর্দায় খুব তাড়াতাড়ি সম্প্রচার শেষ হতে চলেছে এই ধারাবাহিকের। পর্দায় প্রধান নায়িকা মিতুল (Mitul) চরিত্রে অভিনয় করছেন করেছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। আর নায়ক ইন্দ্র (Indra) চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।
তবে প্রধান নায়ক নায়িকা ইন্দ্র-মিতুল ছাড়াও অন্যান্য সমস্ত কলা কুশলীরাও পেয়েছেন দর্শকদের অফুরন্ত ভালোবাসা। সিরিয়ালটি শুরু থেকে যারা দেখছেন তারা জানেন প্রথমদিকে মিতুলের মেয়ে গুগলি (Googly) চরিত্রে অভিনয় করেছিলেন একজন শিশু শিল্পী। তবে পরবর্তীকালে দেখা যায় ধারাবাহিক লিপ নেওয়ার সাথে সাথে বড় হয়ে যায় গুগলি।
পরবর্তীতে তারই সাথে বিয়ে হয় সঞ্চয়ন বলে একটি ছেলের। কিন্তু বিয়ের পর থেকেই ঘর বিপদ নেমে আসে গুগলির জীবনে। বিষের জ্বালায় তিলে তিলে এখন মৃত্যুর মুখে গুগলি। কিন্তু মিতুল থাকতে গুগলির গায়ে একটা আঁচও সে পড়তে দেবে না। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে মিতুল জেনে গিয়েছে গুগলির এই শরীর খারাপের পিছনে রয়েছে একজনই।
সে আর কেউ না সঞ্চয়নের মা মনোরমা। ধারাবাহিকে এই গুগলির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য (Indrani Bhattacharyya)। পর্দায় মিতুলের মেয়ে গুগলি হয়ে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছেন তিনি। তবে এর আগে এই একই চ্যানেলের ‘লালকুঠি’ এবং ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
আর এবার শোনা যাচ্ছে আর পার্শ্ব চরিত্রে নয় গুগলি অভিনেত্রী ইন্দ্রানী এবার জি বাংলা ছেড়ে স্টার জলসায় আসছেন নতুন সিরিয়াল নিয়ে। আর এই সিরিয়ালে তিনি কারো মেয়ে বা অন্য কোন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন না বরং তিনি এই নতুন সিরিয়ালের নায়িকা। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।