Papiya Paul

আফ্রিকাতে থেকেও ভারতের প্রতি গভীর ভালোবাসা, হিন্দি গানে ঠোঁট মিলিয়ে সম্মানিত কিলি পল

ভাষা যাই হোক না কেন, দেশ হোক আলাদা কিন্তু তবুও তানজানিয়ায় থেকেও তিনি মনেপ্রাণে হয়ে উঠেছেন ভারতীয়। এখানে কথা হচ্ছে তানজানিয়া বাসিন্দা ইনস্টাগ্রামের জনপ্রিয় কিলি পলকে(Kili Paul) নিয়ে। ভারতের ভাষা, পোশাক সমস্ত কিছুকেই নিজের ভাবতে শুরু করেছেন তিনি।

   

তিনি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। তার ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেল চোখ রাখলেই দেখা যাবে বলিউডের বিভিন্ন গানে ঠোঁট মিলিয়ে তৈরি করেছেন রিল ভিডিও। শুধু বলিউড বললে ভুল হবে, পুষ্পা ছবির গান যেমন তার ঠোঁটে দেখা গিয়েছে। ঠিক তেমনি ‘কাঁচা বাদাম’ গানে নাচ করেছেন তিনি। আর এবার তাই এতো জনপ্রয়তার জন্য ভারত থেকে সম্মানিত করা হয়েছে কিলি পলকে।

তানজানিয়ার ভারতীয় হাইকমিশন থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়েছে তাকে। হাইকমিশন থেকে তাকে সম্মানিত করার কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে। যে ছবিতে তাঁকে মেমেন্টো, অ্যাওয়ার্ড ও ফুলের বোকে হাতে দেখা গিয়েছে। এই পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘জনপ্রিয় তানজানিয়ার শিল্পী কিলি পল লক্ষ লক্ষ ভারতীয়দের মন জয় করেছেন। ভারতীয় ফিল্মি গানে তার লিপ সিং ভিডিওর মাধ্যমে।

এই মুহূর্তে তার ফলোয়ার সংখ্যা প্রায় ২.৪ মিলিয়ন। তিনি যেই ভিডিও পোস্ট করেন সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয় না। তিনি নিজেও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এমনকি ‘জয়হিন্দ’ লিখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Kili Paul (@kili_paul)