Arijit

সচিন-পন্টিংকে টপকে বিদেশের মাটিতে বিরাট নজির গড়লেন কিং কোহলি

বুধবার দক্ষিণ আফ্রিকার পার্লের বোল্যান্ড পার্কে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে 296 রানের বিরাট পাহাড় খাড়া করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত অর্ধশতরান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর এই রান করার মধ্য দিয়েই বিরাট কোহলি টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

   

এইদিন দক্ষিণ আফ্রিকার দেওয়া 297 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান অধিনায়ক কে এল রাহুল। তারপর ক্রিজে নামেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান এর সঙ্গে পার্টনারশিপ করে ভারতের রান এগিয়ে নিয়ে যান কোহলি। তবে অর্ধ শতরান করার পরই মনোযোগের অভাব ঘটে কোহলির। 51 রান করে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান তিনি।

তবে এইদিন ভারত ম্যাচ না জিতলেও দুর্দান্ত ব্যাটিং করে কোহলি টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।
এক দিনের ফরম্যাটে বিদেশের মাটিতে এতদিন পর্যন্ত সব থেকে বেশি রান ছিল সচিনের। 147 ম্যাচে 5065 রান করেছিলেন সচিন। তাঁর থেকে 11 রান কম ছিল কোহলীর। বুধবার সেই রান অনায়াসে পেরিয়ে যান তিনি। এই মুহূর্তে বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে 108 ম্যাচে 5106 রান করেছেন কোহলী।
এছাড়াও সারা বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের নিরিখে বিদেশের মাটিতে রান করার ক্ষেত্রে রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন কোহলি। কোহলির সামনে এখন রয়েছে শুধুমাত্র কুমার সাঙ্গাকারা।