টলিউড,বিনোদন,সোশ্যাল মিডিয়া,ইউটিউব,কিরণ দত্ত,ট্রোলিং,বিতর্ক,YouTube,Social Media,Trolling,Kiran Dutta,Entertainment

Moumita

বান্ধবীকে নিয়ে ট্রোলিং, জবাবে ‘মা’ তুলে কথা বলতেও দ্বিধা করলেন না বং গাই কিরণ!

ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর থেকেই বিনোদনের নতুন নতুন রাস্তা খুঁজে নিয়েছে মানুষ। টিভির জায়গায় এসেছে মোবাইল আর তাতে মানুষ পেয়ে গেছে নানা ধরনের প্লাটফর্ম। কেউ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত তো কেউ আবার ওটিটি-র ভক্ত। এমতাবস্থায় প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ইউটিউব এমন একটা জায়গা যেখানে নিজের ট্যালেন্টও দেখানো যায় পাশাপাশি রোজগারও হয় ভালোই।

   

আজকাল অনেকেই ইউটিউবে চ্যানেল খুলে নাচ, গান, আবৃত্তি, আঁকা, রান্না,‌ হাতের কাজ প্রভৃতি বিভিন্ন বিষয়ের ভিডিও পোস্ট‌ করেন। আর এরকমই একটা ইউটিউব চ্যানেলের হাত ধরে উঠে এসেছিলেন বাংলার ‘দ্য বং গাই’ (The Bong Guy) ওরফে কিরণ দত্ত (Kiran Dutta)। ধুবুলিয়া জেলার এক অতি সাধারণ ছেলে আজ হয়ে উঠেছে বাংলার অন্যতম বড়ো ইউটিউবার।

সাল ২০১৬ তে ইউটিউবে একটি চ্যানেল খোলেন কিরণ। এই চ্যানেল থেকে মূলত রিঅ্যাকশন ভিডিও, ট্রোলিং, রোস্টিংজাতীয় ভিডিও পোস্ট করা হয়। নানা পুরোনো সিনেমার লুপহোল খুঁজে বার করা, টিকিটক ভিডিও রোস্ট করাই ছিলো কিরণের কাজ। মানুষ বেশ মজাও পেতো তার ভিডিও দেখে। এভাবেই টিকটকার, টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভিডিও বানিয়ে বেশ ভালো রকমের ভাইরাল হয়ে যান তিনি।

টলিউড,বিনোদন,সোশ্যাল মিডিয়া,ইউটিউব,কিরণ দত্ত,ট্রোলিং,বিতর্ক,YouTube,Social Media,Trolling,Kiran Dutta,Entertainment

সেই যে মানুষ তাকে পছন্দ করা শুরু করলো তার রেশ রয়েছে আজও। বর্তমানে তার মতো জনপ্রিয়তা বাংলার খুব কম ইউটিউবারেরই আছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও মূলত ইউটিউবকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন আমাদের বং গাই ওরফে কিরণ। মিউজিক ভিডিও থেকে শুরু করে ছবি, ওয়েব সিরিজ সবেতেই ভালোই হাত পাকাচ্ছেন তিনি।

 

Instagram-এ এই পোস্টটি দেখুন

 

প্রসঙ্গত, দিনকয়েক আগেই নিজের পরিশ্রমের উপার্জনে কিরণ জীবনের প্রথম গাড়ি কিনেছেন। আর অভ্যাস বশত সেই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন নিজের অনুরাগীদের সাথেও। কিন্তু এরপরেই ঘটেছে যত বিপত্তি। অনেকেই যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছে তেমন অনেকেই আবার নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছে পোস্টের কমেন্ট বক্স। অশালীন ভাষায় ট্রোল করতে ছাড়েনি তার প্রেমিকা অন্তরাকেও।

টলিউড,বিনোদন,সোশ্যাল মিডিয়া,ইউটিউব,কিরণ দত্ত,ট্রোলিং,বিতর্ক,YouTube,Social Media,Trolling,Kiran Dutta,Entertainment

আসলে কিরণের গাড়ি কেনার সময় সেখানে অন্তরাও উপস্থিত ছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অন্তরা। তাতে দেখা যাচ্ছে যে, গাড়ির ভেতরে বসে খুনসুটিতে মেতেছে এই যুগল। আর এই ভিডিওর কমেন্ট বক্সেই এক ইউজার বেশ নোংরা একটি মন্তব্য করে বসেন। যার উত্তরে কিরণ লিখেছেন, ‘তোমার মাকে নিয়ে এসো একদিন আমার গাড়িতে।’ ইউটিউবারের এহেন মন্তব্যে বেশ বিরক্তই হয়েছেন নেটিজেনদের একাংশ। অনেকের মতেই, আজকাল ট্রোলিং সবাইকে নিয়েই হয় কিন্তু ‘মা’ তুলে কথা বলা উচিত নয়।