Arijit

মুম্বাইকে ৫২ রানে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল কলকাতা নাইট রাইডার্স

সোমবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে হয় কলকাতা নাইট রাইডার্স কে। এই ম্যাচ কে কে আরের কাছে কার্যত মরণ বাঁচন ম্যাচ ছিল। কারণ এই ম্যাচ হারলেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যেত কেকেআর কিন্তু এই ম্যাচে মুম্বাইকে বিরাট ব্যবধানে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইল শ্রেয়াস আইয়াররা।

   

এইদিন প্রথমে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের 24 বলে 43 রানের ইনিংসে ভর করে পাওয়ার প্লে তে বড় রান তুলে নেয় কলকাতা। তবে ভেঙ্কটেশ আউট হওয়ার পরই কেকেআরের রানের গতি অনেকটাই কমে যায়। ভেঙ্কটেশ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে কলকাতা। তবে এইদিন রাহানের 24 বলে 25 রান, নীতিশ রানার 26 বলে 43 রান এবং রিঙ্কু সিংয়ের 17 বলে 23 রাবে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 165 রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে প্যাবিলিয়নে ফিরিয়ে দেন টিম সাউদি। এদিন ঈশান কিশান 43 বলে 51 রানের ইনিংস খেললেও আর কোন মুম্বাইয়ের ব্যাটসম্যান কার্যত রান করতে পারেননি। যার ফলে মাত্র 113 রানে শেষ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স এর ইনিংস। এবং 52 রানে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।