Arijit

বেঙ্কটেশ-রাহুলের ব্যাটে শাপমোচন কেকেআরের, মুম্বাইকে হারিয়ে প্রথম চারে নাইটবাহিনী

বৃহস্পতিবার আবুধাবিতে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টসে জিতে মুম্বাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন মুম্বাইয়ের দুই ওপেনার ডি কক এবং রোহিত শর্মা। পাওয়ার প্লে তে কোন উইকেট না হারিয়ে 56 রান তুলে নেয় মুম্বাই।

   

তারপরই আস্তে আস্তে ম্যাচে ফিরতে থাকেন কেকেআর বোলাররা। কেকেআর বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে নির্ধারিত কুড়ি ওভারে 155 রানেই আটকে যায় মুম্বাই।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন কেকেআরের নবাগত ওপেনার বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের হয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই হাফ সেঞ্চুরি করলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রাহুল ত্রিপাঠী। এই দুজনের ব্যাটে ভর করে 15.1 ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। 30 বলে 53 রান করেন বেঙ্কটেশ অপরদিকে 42 বলে 74 রান করেন রাহুল ত্রিপাঠী।
এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে নিজেদের শাপমোচন করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ কয়েক বছর ধরে কেকেআরের বিরুদ্ধে একতরফা ম্যাচ জিতে আসছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই ম্যাচ জিতে সেই রেকর্ড পাল্টে দিল কলকাতা নাইট রাইডার্স।