মূলত এই পাঁচটি কারণের জন্য লখনউয়ের কাছে হারল কেকেআর

বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনৌউ সুপার জায়ান্টসের কাছে 2 রানে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর কেকেআরের এই হারের পিছনে উঠে আসছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ:-

১) টসে হেরে যাওয়া। এইদিন ডি ওয়াই প্যাটেল স্টেডিয়াম এর পিচে বোলারদের জন্য কোন সুবিধাই ছিল না। এমন পিচে প্রথমে বোলিং করতে যাওয়ায় চাপে পড়ে যায় কেকেআর বোলাররা।

২) এই ম্যাচে কেকেআর বোলাররা 20 ওভার বল করে লখনউয়ের একটিও উইকেট ফেলতে পারে নি। যার ফলে বিনা বাঁধায় রান করে গিয়েছে লখনউ। এবং 210 রান তুলে চাপে ফেলে দেয় কেকেআরকে।

৩) আন্দ্রে রাসেল, টিম সাউদি মিলে সাত ওভারে 107 রান দেন।

৪) 211 রান চেস করতে নেমে শুরুতেই মাত্র 4 রানে দুই ওপেনারকে হারায় কেকেআর। যার ফলে ম্যাচে চাপে পড়ে কেকেআর।

৫) দুর্দান্ত ইনিংস খেলেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিঙ্কু সিং এর আউট হয়ে যাওয়া। রিঙ্কু থাকলে হয়তো এই ম্যাচ জিতে যেত কেকেআর।

Avatar

Koushik Dutta

X