Arijit

এই তিনটি কারণে বেঙ্গালুরুর কাছে হারতে হল কলকাতাকে

বুধবার মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আরসিবির কাছে তিন উইকেটে হেরে যায় কেকেআর।

   

কেকেআরের এই ম্যাচ হারার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ উঠে আসছে। আসুন সেগুলি নিয়ে আলোচনা করা যাক:-

1) টস হারা এই ম্যাচে কেকেআরের হারের অন্যতম প্রধান কারণ। টসে হেরে কেকেআরকে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে হয়। আর অতিরিক্ত শিশির পড়ার কারণে দ্বিতীয় ইনিংসে বল গ্রিপ করতে পারছিলেন না কেকেআরের বোলাররা।

2) শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। পাওয়ার-প্লের ছয় ওভারে 3 উইকেটে মাত্র 44 রান তোলে কেকেআর। যা ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট।

3) ওয়ানিন্দু হাসরঙ্গ এবং হর্ষল পটেলের আট ওভারে মাত্র 31 রান ওঠে। যা কেকেআরের রানের গতি একেবারেই কমিয়ে দেয়।