Arijit

মূলত এই পাঁচটি কারণে হায়দ্রাবাদের কাছে হারল কেকেআর, উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট

পর পর দু’টি ম্যাচে হারল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পর গত কাল ফের সানরাইজার্স হায়দ্রাবাদ এর কাছে হারতে হল কেকেআরকে। কেকেআরের হারের পিছনে উঠে আসছে পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ:-

   

১) বরুণ চক্রবর্তী চূড়ান্ত ব্যর্থ। তিন ওভারে 45 রান দেন বরুণ। চারটি ছয় হয় তাঁর বলে। অপরদিকে কোন উইকেট পান নি।

২) পাওয়ার প্লের সুবিধা নিতে পারিনি কেকেআর ব্যাটসম্যানরা। পাওয়ার প্লে ছয় ওভারে মাত্র 38 রান করে কেকেআর, অপরদিকে হারাতে হয় তিনটি উইকেট।

৩) বোলিং করতে এসে কেন উইলিয়ামসনকে আউট করে দেয় আন্দ্রে রাসেল। তবে সেই স্প্লে রাসেলকে আর বল দেওয়া হয়নি। পরে বল করতে এসে ভয়ঙ্কর ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকেও আউট করে রাসেল। এইদিন রাসেলকে সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হয় কেকেআর।

৪) এইদিন পিচ ছিল সম্পূর্ণ ঘাসের। আর এই ঘাসের উইকেটে টিম সাউদির মত বোলারকে না খেলানো কেকেআরের বড় ভুল।

৫) এই ম্যাচে প্রচুর ‘ডট বল’ খেলেছে কেকেআর। হায়দরাবাদের ডট বলেন সংখ্যা যেখানে 35, কলকাতার ক্ষেত্রে সংখ্যাটা 58।