Papiya Paul

রেমো থেকে ধর্মেশ, রইল বলিউডের জনপ্রিয় কোরিগ্রাফারদের জীবনসঙ্গিনীর পরিচয়

একটা সিনেমা তৈরি করার পেছনে অনেকের অবদান থাকে। শুধু অভিনেতা-অভিনেত্রীদের দিয়েই সিনেমা তৈরি হয় না, এটা সম্পূর্ণ একটি টিম ওয়ার্ক। যেখানে কোরিওগ্রাফাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক একটি সিনেমার নাচের স্টেপ দুর্দান্ত জনপ্রিয় হয়ে ওঠে। সহজ সরল ভাষায় নাচের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন কোরিওগ্রাফাররা। আজ এখানে ভারতের সবথেকে জনপ্রিয় কোরিওগ্রাফারদের সম্পর্কে আপনাদেরকে বলবো। এমনকি তাদের জীবন সঙ্গিনী সম্পর্কে ওই প্রতিবেদনে জানাবো।

   

ফারাহ খান(Farah Khan)- ফারাহ খানের সম্পর্কে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। কোরিওগ্রাফারদের মধ্যে তিনি শীর্ষস্থানে রয়েছেন। তিনি ২০০৪ সালে শিরিষ কুন্দারকে বিয়ে করেন। তবে পেশাগত দিক থেকে শুধু কোরিওগ্রাফার নন, তিনি একজন পরিচালক এবং প্রযোজক ও বটে।

আহমেদ খান(Ahmed Khan)- তিনি একজন ভারতীয় কোরিওগ্রাফার, প্রযোজক-পরিচালক, অভিনেতা এবং লেখক। ‘আঞ্জাম’ সিনেমার মাধ্যমে তিনি কোরিওগ্রাফার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি সায়রাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন। তাদের দুই সন্তান রয়েছে।

গণেশ আচার্য(Ganesh Acharya)- দীর্ঘদিন ধরে কোরিওগ্রাফারের পেশায় রয়েছেন গণেশ। তার নাচের জাদুতে মুগ্ধ হন অনুরাগীরা। পুষ্পা ছবির ‘ও অন্তাওয়া’ গানের কোরিওগ্রাফি করেছেন তিনি। তার স্ত্রীর নাম বিধি আচার্য। ২০০০ সালে তিনি বিয়ে করেন। তাদের একটি মেয়ে রয়েছে।

সালমান ইউসুফ খান(Salman Yusuff Khan)– বর্তমানে টেলিভিশনের একজন সুপরিচিত কোরিওগ্রাফার এবং নৃত্যশিল্পী হলেন সালমান ইউসুফ খান। তিনি ২০১৩ সালে ফয়েজ হারমানকে বিয়ে করেন।

রেমো ডিসুজা(Remo D’Souza)- ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, অভিনেতা এমনকি পরিচালক হলেন রেমো ডিসুজা। তবে তিনি কোরিওগ্রাফিতে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। ১৯৯৮ সালে তিনি লিজাল ডিসুজাকে বিয়ে করেন।

ধর্মেশ(Dharmesh)- তিনি ও একজন খুব ভালো নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি যদিও এখনো বিয়ে করেননি কিন্তু ব্রেসনা খানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন।