ফিক্সড ডিপোজিট,টাকা,বিনিয়োগ,Fixed deposit,Money,Investment

Moumita

এই ৩ টি ব্যাঙ্ক নিয়ে এলো দূর্দান্ত ‌অফার, ফিক্সড ডিপোজিটে মিলবে ৮.৫ শতাংশ সুদ!

আজকের মুদ্রাস্ফীতির দিনে বিনিয়োগই একমাত্র বাঁচাতে পারে মানুষকে। ভবিষ্যতের কথা ভেবে আমরা সচরাচর ফিক্সড ডিপোজিটেই বিনিয়োগ করে থাকি। তবে এক্ষেত্রে সচরাচর যে সুদ পাওয়া যায় তা হলো ৫শতাংশ । তবে ভারতে বেশ কয়েকটি এমন ব্যাঙ্ক আছে যারা ৮.১৫শতাংশ সুদ দিয়ে থাকে গ্রাহকদের। আজকের এই প্রতিবেদনে একবার সেই ব্যাঙ্ক রেটগুলি দেখে নিই চলুন।

   

যে তিনটি ব্যাংক এই ধরনের অফার নিয়ে এসেছে তারা হলো : i) সুর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক,
ii) জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
iii) উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক

পাশাপাশি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বেশ কিছু ব্যাঙ্ক নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। তবে এখানে রয়েছে একটি বিশেষ শর্ত। একমাত্র ২ কোটির কম আমানতের ক্ষেত্রেই মিলবে এই সুদ।

সুর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কের অফার সমূহ :

১) ৭ দিন থেকে ৪৫ দিনের ক্ষেত্রে : এক্ষেত্রে ৩.২৫ শতাংশ সুদ পাবেন সাধারন জনগণ।
৩.৭৫ শতাংশ সুদ পান সিনিয়র সিটিজেনরা।

২) ৪৬ দিন থেকে ৯০ দিন : সাধারণ জনগণ – ৪.২৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৪.৭৫ শতাংশ।

৩) ৯১ দিন থেকে ৬ মাস : সাধারণ জনগণ – ৪.৭৫ শতাংশ।
সিনিয়র সিটিজেন : ৫.২৫ শতাংশ।

৪) ৬ মাস থেকে ৯মাসের বেশি : সাধারণ জনগণের জন্য ৫.২৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.৭৫ শতাংশ।

৫) ৯ মাসের বেশি কিন্তু ১ বছরের কম : সাধারণ জনগণের জন্য ৫.৭৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.২৫ শতাংশ।

৬) ১ বছর থেকে ১ বছর ৬মাস : সাধারণ জনগণের জন্য – ৬.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০ শতাংশ।

৭) ১ বছর ৬ মাসের বেশি কিন্তু ২ বছরের কম : সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০০ শতাংশ।

৮) ২ বছর থেকে ৯৯৮ দিন পর্যন্ত : সাধারণ জনগণের জন্য ৭.০০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫০ শতাংশ।

৯) ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম: সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০ শতাংশ।

১০) ৫ বছর: সাধারণ জনগণের জন্য ৬.৭৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.২৫ শতাংশ।

জন স্মল ফাইন্যান্স ব্যাংক :

১) ৭ দিন থেকে ১৪ দিন: সাধারণ জনগণের জন্য ২.৫০শতাংশ
সিনিয়র সিটিজেনদের জন্য ৩.৩০শতাংশ ।

২) ১৫ দিন থেকে ৬০ দিন: সাধারণ জনগণের জন্য ৩.০০শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৩.৮০ শতাংশ।

৩) ৬১ দিন থেকে ৯০ দিন: সাধারণ জনগণের জন্য ৩.৭৫শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ৪.৫৫শতাংশ।

৪) ৯১ দিন থেকে ১৮০ দিন: সাধারণ জনগণের জন্য ৪.৫০শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৩০ শতাংশ।

৫) ১৮১ দিন থেকে ৩৬৪ দিন: সাধারণ জনগণের জন্য ৫.৫০শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৩০শতাংশ।

৬) ১ বছর (৩৬৫ দিন): সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৩০ শতাংশ।

৭) ১ বছর এবং তার বেশি থেকে ২ বছর : সাধারণ জনগণের জন্য ৭.০০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৮০ শতাংশ ।

৮) ২ বছর এবং তার বেশি থেকে ৩ বছরের কম : সাধারণ জনগণের জন্য ৭.২৫শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৮.০৫শতাংশ ।

৯) ৩ বছর এবং তার বেশি থেকে ৫ বছরের কম : সাধারণ জনগণের জন্য ৭.২৫শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৮.০৫ শতাংশ।

১০) ৫ বছর (১৮২৫ দিন): সাধারণ জনগণের জন্য ৭.৩৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৮.১৫শতাংশ।

১১) ৫ বছর এবং ১০ বছরের উপরে: সাধারণ জনগণের জন্য ৬.০০শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৮০শতাংশ।

Ujjivan Small Finance Bank FD সুদের হার

১) ৭ দিন থেকে ২৯ দিন: সাধারণ জনগণের জন্য ২.৯০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য – ৩.৪০ শতাংশ

২) ৩০ দিন থেকে ৮৯ দিন: সাধারণ জনগণের জন্য ৩.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৪.০০ শতাংশ।

৩) ৯০ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ জনগণের জন্য ৪.২৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৪.৭৫ শতাংশ।

৪) ৬ মাস: সাধারণ জনগণের জন্য ৫.০০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৫০ শতাংশ।

৫) ৬ মাস এবং তার বেশি থেকে ৯ মাসের কম: সাধারণ জনগণের জন্য ৪.৭৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৫.২৫ শতাংশ।

৬) ৯ মাস: সাধারণ জনগণের জন্য ৫.০৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৫৫ শতাংশ।

৭) ৯ মাস এবং তার বেশি থেকে ১ বছরের কম: সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৩০ শতাংশ।

৮) ১ বছর: সাধারণ জনগণের জন্য ৬.৭০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ৭.২০ শতাংশ।

৯) ১২ মাস এবং ১ দিন থেকে ১৫ মাস : সাধারণ জনগণের জন্য ৬.০০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৫০ শতাংশ।

১০) ১৫ মাস এবং ১ দিন থেকে ১৮ মাস: সাধারণ জনগণের জন্য ৭.০০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৫০ শতাংশ।

১১) ১৮ মাস এবং ১ দিন থেকে ২৪ মাসের কম : সাধারণ জনগণের জন্য ৬.৬০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.১০ শতাংশ।

১২) ২৪ মাস: সাধারণ জনগণের জন্য ৭.১০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬০ শতাংশ।

১৩) ৯৯০ দিন: সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০০ শতাংশ।

১৪) ৯৯১ দিন থেকে ৩৬ মাস: সাধারণ জনগণের জন্য ৭.২০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৭০ শতাংশ।

১৫) ১৮ মাস এবং ১ দিন থেকে ২৪ মাসের কম: সাধারণ জনগণের জন্য ৬.৫০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০০ শতাংশ।

১৬) ৩৬ মাস এবং ১ দিন থেকে ৪২ মাস: সাধারণ জনগণের জন্য ৬.২৫ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৭৫ শতাংশ।

১৭) ৪২ মাস এবং ১ দিন থেকে ৬০ মাস: সাধারণ জনগণের জন্য ৭.২০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৭০ শতাংশ।

১৮) ৬০ মাস এবং ১ দিন থেকে ১২০ মাস: সাধারণ জনগণের জন্য ৬.০০ শতাংশ।
সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৫০ শতাংশ।