কে কে গোস্বামী,বিনোদন,বলিউড,সিনেমা,স্ট্রাগল,K K Goswami,Entertainment,Bollywood,Struggle,Cinema

কমেডিয়ান ‘কে কে গোস্বামীর’ স্ত্রীর সৌন্দর্যের কাছে হার মানবে নায়িকারাও, রইল তাঁর ছবি

কৌতুক অভিনেতা ‘কে কে গোস্বামী’র নাম কে না জানে। শক্তিমান, বিক্রাল, গাবরাল, সিআইডির মতো অনেক বিখ্যাত টিভি শোতে কাজ করে, আজ মানুষের মধ্যে বিখ্যাত ব্যক্তি তিনি। ‘কে কে গোস্বামী’র অভিনয় জীবনের বিস্তৃতি অনেক। তিনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে ভোজপুরি, বলিউড ইন্ডাস্ট্রি, সবেতেই বিভিন্ন চরিত্রে কাজ করেছেন।

আসলে ‘কে কে গোস্বামী’ উচ্চতায় খাটো হওয়া সত্ত্বেও বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নাম কুড়িয়েছেন। এছাড়াও তিনি হিন্দি এবং ভোজপুরি উভয় ভাষাতেই একই সাথে কাজ করেছেন। সাথে শক্তিমান, বিক্রাল, সিআইডির মতো অনেক জনপ্রিয় শো’তেও নিজের প্রতিভা দেখিয়েছেন। ১৯৯৭ সালে শক্তিমান শো দিয়ে তার কর্মজীবন শুরু হয়, যেখানে তিনি খলিবালি চরিত্রে অভিনয় করেছিলেন। তার এই চরিত্র এতটাই জনপ্রিয় হয় যে, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

বিহারের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কে কে গোস্বামী। এরপরে তিনি মুম্বাইতে চলে আসেন তার স্বপ্নের উড়ানের খোঁজে। কিন্তু মায়া নগরীতে এসেই তার অভিনয় জীবনের যাত্রাটা মোটেই সহজ ছিলনা। তার উচ্চতা কম হওয়ার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি, লেগে থেকেছেন নিজের জেদের সাথে।

এরপরই তার জীবনে আসে এক বিগ ব্রেক। বিগ বি অমিতাভ বচ্চনের সাথে কাজের স্বীকৃতি মেলে তার। অমিতাভের সামনেই মিলেছে তার কাজের স্বীকৃতি। তবে এই সিনেমাটি তার জন্য এক বিশাল সাফল্য ছিল। এর সঙ্গে ভোজপুরি সিনেমাতেও নিজের ছাপ ফেলেছেন, কাজ করেছেন বড় বড় শিল্পীদের সঙ্গে। বর্তমানে, তিনি নিজের পরিবারের সঙ্গে মুম্বাইতে বসবাস করেন। জানিয়ে রাখি বর্তমানে তার দাম্পত্য জীবনও বেশ সুখের।

কে কে গোস্বামী,বিনোদন,বলিউড,সিনেমা,স্ট্রাগল,K K Goswami,Entertainment,Bollywood,Struggle,Cinema

কিন্তু তার জীবনের কোনো শুরুই সেরকম সুখকর অভিজ্ঞতা আনেনি। অভিনয় জীবনের শুরুতে যেরকম লাঞ্ছনা পেয়েছেন তিনি, দাম্পত্য জীবনের শুরুটাও অনেকটাই সেরকম। তার শ্বশুরবাড়ির লোকজনের এই বিয়েতে অসম্মতি থাকলেও তার স্ত্রী পিংকু তাকে বিয়ে করার জেদে অনড় থাকায় তাদের দুজনের বিয়ে হয়। এরপর বর্তমানে দুজনেই বেশ সুখী জীবনযাপন করছেন।

Avatar

Moumita

X