বীমা,পোস্ট অফিস স্কিম,টাকা পয়সা,Insurance,Post Office Scheme,Money

Moumita

মাত্র ২৯৯ টাকার লগ্নী করে পেয়ে যান ১০ লক্ষ টাকার সুবিধা! গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন স্কিম পোস্ট অফিসের

বর্তমান সময়ের বহুল ব্যস্ত এবং অনিশ্চয়তার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো বীমা। নিজের এবং পরিবারের ভবিষ্যত সরকারের করতে অবশ্যই বীমা করিয়ে রাখা উচিত।‌ তবে বেশিরভাগ সময়ই ব্যয়বহুল প্রিমিয়াম দেখে এসব থেকে দূরে থাকে মানুষ। এবার এই সমস্যার কথাই চিন্তা করে পোস্ট অফিসের (India Post) ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে এসেছে একটি বিশেষ অফার।

   

সম্প্রতি পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কর্তৃক বলা হয়েছে যে, তাদের এই বিশেষ দূর্ঘটনা বীমার সৌজন্যে মাত্র ২৯৯ টাকা এবং ৩৯৯ টাকার প্রিমিয়াম নিতে পারবে গ্রাহকরা। এবং এতে ১০ লক্ষ টাকার বীমা করার সুবিধাও উপলব্ধ।

সংস্থা থেকে জানানো এই বিবৃতিতে বলা হয়েছে যে, বীমা করার পর এক বছর সম্পূর্ণ হতেই আবার নতুন করে রিনিউ করাতে হবে। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ নিতে পারেন এই সুবিধা, তবে এরজন্য আবেদনকারীকে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট অবশ্যই খুলতে হবে।

সম্প্রতি বারাণসী জোনের পোস্টমাস্টার জেনারেল কৃষ্ণ কুমার যাদব এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। তার কথা অনুযায়ী, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং টাটা এআইজির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে ১৮ থেকে ৬৫ বছর বয়সী লোকেরাই এই বীমার সুবিধা নিতে পারবেন। তবে এ জন্য অবশ্যই থাকতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট।

কী কী সুবিধা রয়েছে এই বীমায়? যে কোনো বীমাতে লার্নিং করার আগে জানা দরকার যে, আপনি কী কী সুবিধা পাবেন সেখানে। জানিয়ে রাখি পোস্ট অফিসের এই নতুন স্কিম অনুযায়ী, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্ত’এর মতো দূর্ঘটনার সম্মুখীন হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন সুবিধাভোগী ব্যক্তি। এছাড়াও দূর্ঘটনার কারণে যদি হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে চিকিৎসার জন্য ৬০,০০০ টাকা পর্যন্ত IPD খরচ এবং OPD তে ৩০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে এই বীমা থেকে।

শুধু তাই নয়, এর পাশাপাশি রয়েছে পরবর্তী প্রজন্মের জন্য পড়াশোনার সুবিধাও। ৩৯৯ টাকার প্রিমিয়ামটি নিলে সুবিধাভোগী নিজের দুটি সন্তানের পড়াশোনার খাতিরে ১ লক্ষ টাকা অবদি পেতে পারেন। এছাড়াও সন্তানের জন্য দৈনিক ১ হাজার করে হাসপাতালের খরচ এবং সুবিধাভোগী ব্যক্তি যদি বাইরের শহরে থাকে তাহলে পরিবহনের জন্য ২৫ হাজার অবদি পাবেন এই বীমা থেকে। এর সাথে সাথে বীমা গ্রহণকারী ব্যক্তি যদি কোনো দূর্ঘটনায় প্রাণ হারান তাহলে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য পাওয়া যাবে ৫০০০ টাকা‌। তাই আপনিও যদি এই বীমার সুবিধা নিতে চান তাহলে যত শীঘ্র সম্ভব দেখা করুন নিজের নিকটবর্তী পোস্ট অফিসে।