বলিউড,বিনোদন,গসিপ,আদিপুরুষ,প্রভাস,Bollywood,Entertainment,Gossip,Adipurush,Prabhas

Moumita

কড়া সমালোচনার জের, ‘আদিপুরুষ’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলো নির্মাতারা, চিন্তায় প্রভাসের ভক্তরা

চলতি বছরের বহুল প্রতিক্ষিত ছবি হল প্রভাসের ‘আদিপুরুষ’। ছবি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল ভালোই। যদিও ট্রেলার দেখার পর সবই এখন বিশ বাঁও জলে। ভিএফএক্স থেকে শুরু করে হনুমান এবং রাবণের চেহারা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তুমুল ট্রোলিং শুরু হয়েছিল ছবি নিয়ে।

   

দেখে বোঝার উপায় নেই যে, সইফ আলী খান বর্বর আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করেছেন নাকি মহাপণ্ডিত রাবণের চরিত্রে। পুষ্পক রথের জায়গায় বাদুড় দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে উঠেছিল সবাই। কার্যত তারপর থেকেই নির্মাতাদের মুন্ডুপাত করছে দেশবাসী।

আর জনতা জনার্দনের রোষানলে পড়েই ছবির রিলিজ পিছিয়ে দেন ওম রাউত। শুরু করেন নতুন করে ভিএফএক্স-র কাজ। জানানো হয় আগামী বছর জুনে মুক্তি দেওয়া হবে ছবিটি। তবে সম্প্রতি কিছু মিডিয়া থেকে খবর মিলেছে যে, জুন নয়, আরো পিছিয়ে গেছে ‘আদিপুরুষ’র মুক্তির তারিখ। আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে আগামী বছরে প্রভাসের একমাত্র ছবি হচ্ছে ‘সালার’।

এখানে বলে রাখি ওম রাউত পরিচালিত এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা। সনাতন ধর্মের অন্যতম এপিক গাঁথা রামায়ণের গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে ভারি মাত্রার ভিএফএক্স-র ব্যবহার করছেন নির্মাতারা। আর পূর্বের ভুলত্রুটি শোধরানোর জন্য আবার নতুন করে শুরু হয়েছে সেই কাজ।

তবে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যেতে দর্শকমহল যেন একটু খুশিই হয়েছে। এক ইউজার লিখেছেন, ‘দেরি হোক ক্ষতি নেই। কিন্তু গল্প যেন বিকৃত না হয়।’ অপর একজন লিখেছেন, ‘আশা রাখি আগের ভুল শুধরে নতুন করে ছবিটিকে সাজাবেন পরিচালক।’ সর্বোপরি এই ছবিকে নিয়ে এখনও আশা ছাড়েননি নির্মাতা থেকে দর্শক সবাই।