ব্যাঙ্ক,ভারত,ছুটির তালিকা,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Bank,Holiday List,Reserve Bank Of India,India

Moumita

নভেম্বর মাসে মোট ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, অসুবিধায় পড়ার আগেই একবার দেখে নিন তালিকা

ব্যাঙ্কিং সেক্টরে ছুটি সাধারণত রাজ্য এবং শহর ভেদে বিভিন্ন হয়। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ছুটি থাকতে পারে। জানিয়ে রাখি, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণত তিন ক্যাটাগরিতে ছুটি নির্ধারণ করে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট ক্লোজিংয়ের উপর ভিত্তি করে ছুটি দেয় এই কেন্দ্রীয় ব্যাঙ্কটি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মাস অর্থাৎ নভেম্বরে কন্নড় রাজজ্যোৎসব এবং কুট উৎসবের জন্য বন্ধ থাকবে এখানকার ব্যাঙ্ক। এছাড়াও আগামী মাসে বেঙ্গালুরু এবং ইম্ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে ৬ নভেম্বর রবিবার হওয়ার কারণে গোটা ভারতেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

তার ঠিক দুদিন পর ৮ নভেম্বর গুরু নানক জয়ন্তী, কার্তিক পুর্নিমা সহ বেশ কিছু উৎসব রয়েছে আমাদের দেশে। সেই উপলক্ষ্যে আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কোচি, পানাজি, পাটনা, শিলং এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ রাখা হবে।

এরপর আগামী ১১ নভেম্বর রয়েছে কনকদাসা জয়ন্তী, বাংলা ফেস্টবল। আর সেই কারণে বেঙ্গালুরু, শিলংয়ে ব্যাঙ্ক বন্ধ রাখার কথা বলা হয়েছে। পরদিন অর্থাৎ ১২ তারিখ মাসের দ্বিতীয় শনিবার। নিয়মানুসারে এইদিন গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পরদিনই ১৩ নভেম্বর রবিবার হওয়ায় এমনিই সমস্ত দেশের ব্যাঙ্কে ছুটি থাকবে।

১৩ তারিখের পর আবার ২০ তারিখেও রবিবার পড়ায় গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর ঠিক তিনদিন পর ২৩ তারিখ শিলংয়ের একটি উৎসব রয়েছে। এই উৎসবের কারণে এইদিন শিলংয়ের সমস্ত ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। এবং তার তিন দিন পর ২৬ তারিখ পড়ছে মাসের চতুর্থ শনিবার। এইদিনেও ব্যাঙ্ক বন্ধ রাখার নিয়ম রয়েছে। এরপরদিনই পড়ছে রবিবার। অতএব ২৭ তারিখও ছুটি থাকছে দেশের সমস্ত ব্যাঙ্কে।